বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

**সেই নীল রং এর বাক্সটি**

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Shayekh Hanaye Maruf (০ পয়েন্ট)

X রবি,নাইম,রাকিব,মমিন এরা চার বন্ধু।এদের মধ্যে মমিন সবচেয়ে বড়।তারা খেলা করে সন্ধার সময় বাড়ি ফিরছিল এমন সময় সে একটা বাক্স দেখতে পেল।সবাই ঐ বাক্সের দিকে চলে এলো।তার পর নাইম বলল "কিরে মমিন এটা কিসের বাক্স?"তখন মমিন বলল এটার ভিতরে টাকা থাকে সে সেটা জাগিয়ে বলে আবার সোনা দানাও থাকতে পারে।সবাই বলল তালাটা ভেঙ্গে ফেল।দেখি ভিতরে কি আছে।তখন রাকিব বলে না থাক ভাংগিস না,যার এই বাক্সটা হেরে গেছে তার কেমন লাগতেছে বল।তখন সবাই বলল ঠিক বলেছিস।যেহেতু রাত হয়ে আসতেছে তাই সবাই ঠিক করল মমিন যেহেতু বড় তারা তাই তার কাছেই থাকবে সেটা আর এই খবর যেন তারা ছাড়া কেউ না জানে আজকে।পরের দিন মমিন বলল চল আমরা এক কাজ করি কাগজে এই খবর লিখে ঘুড়িতে করে দিয়ে পাঠায়।তাই করল সবাই তার পর 2দিন কেটে গেল কেউ আসে না।তার পর দিন থেকে অনেক লোক আসশো কিন্তু কারো বর্ণানার সাথে মিলে না।রবি পড়তেবসেছিল। এমন সময় সে দেখল তার বাবা একজনের সাথে কথা বলছে পাশের ঘরে।সে লোকটি বিপদে সাহায্যের জন্য এসে বার পরিচিত।তাই বাক্সের কথা তার বাপকে বলল। একদম হুবহুব মিলে যায়।পরে আমি সবাই ডেকে বলি তার মালিক কে তখন লোকটিকে বাক্সটা ফিরিয়ে দেওয়া হয়।তখন সে অনেক খুশি হয়ে আমাদের দোয়া করেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now