বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাশেদের বাড়ি থেকে বাজার অনেক দুরে এর মধ্যে ২টি ব্রিজ ও ১টি পোড়ঘাটি আছে।সেই পড়ঘাটিতে প্রায় অনেক লোক একটা মেয়েকে কান্না করতে শোনেছে।তো একদিন রাতে রাশেদ মাংশ নিয়ে বাজার থেকে ফিরছিল। যখন সে পোড়ঘাটিটির কাছে আসে তখন তার মনে হয় তার পিছনে কেউ আসছে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না।তার পর সে ১ম ব্রিজের মাঝে আসে তখন তার সাইকেলের চেন পড়ে যায়। সে তুলতে গিয়ে দেখা একটা ছায়া দেখতে পায় কিন্তু কোনো কিছু নেই সেখানে।তা দেখে সে অনেক ভয় পায়। ও সে সাইকেল জোড়ে জোড়ে চালাতে চায়। কিন্তু তার মনে হলো তার সাইকেল নড়ছে না।অনেক কষ্টে সে ২য় ব্রিজে আসে।আসার পর আবার তার সাইকেলকে যেন ঠেলে বিজের সাথে লাগালো তখন তার ফলে তার হাত পা ছিলে যায়।কিছুক্ষন পর বাশঝাড়ের কাছে আসে তখন বাশঝাড় গুলো তাকে বাধা দিচ্ছে।সেদিন সে মনে করেছিল সেটা তার শেষ দিন।সেরাতের পর থেকে প্রায় 20দিন তার জ্বর থাকে।করিবাজ এসে বলে যে *তার মাংশের কারনে এগুলো হয়েছেও আরও বলে সে অনেক ভাগ্যবান যে বেঁচে ফিরেছে*।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now