বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মনির একদিন বাজারে যাচ্ছিল তখন সে একটা লোককে দেখতে পেল।তার মুখটা দেখা যাচ্ছিল না কারন তার মুখটা চুলে ঢাকা ছিল।অদ্ভুত দেখতে তাকে।তো তারপর সে বাজারে চলে গেল।আবার আসার সময় আবার তাকে দেখতে পেল।পরের দিন সে তার নানির বাড়ি যায়।আসতে আসতে রাত হয়ে যায়।সে একা সাইকেলে করে যাচ্ছে।মাঝরাস্তায় হঠাৎ তার সাইকেলের সামনে দিয়ে একটা বিড়াল দৌড় দিল।কিছুক্ষন পর সে মাঠে গরুকে ঘাস খেতে ছিল এত রাতে।হঠাৎ গরুটি তার দিকে ধেয়ে আসছে এমন সময় তার সামনে সেই লোকটিকে দেখতে পায়।সে লোকটি বলল যে এত রাতে এই রাস্তায় তার একা আসা ঠিক হয় নি।তখন সে তাকে একটা তাবিজ দিলো ও বলল এটা যেন না খোলা হয়।কিছুক্ষন পর আবার বাশছাড়গুলো নড়তে থাকে।সে সেদিন অনেক ভয় করে।সেই রাতে অনেক কিছু ঘটে ছিল তার সাথে যা ওর মনে নেই।সে জানে না কেমনে সে বাড়ি এসেছে হয়তো সেই তাবিজের জন্য।একদিন সে সেই তাবিজটি খুলল এবং দেখলো তাতে লেখা আছে *তোকে না বারন করেছি এটা খুলতে*।তখন নিমেষে সেটা অদৃশ্য হয়ে যায়।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now