বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রবি রকিব মমিন কাফি এরা চার বন্ধু।তারা একদিন ঠিক করল তারা পাহাড়ের চুড়ায় ঘুরতে যাবে।তারা সেখানে ১ দিন থাকবে।যেই বলা সৈই কাজ। তার পরের দিন সকালে ভ্রমনের বের হলো। বিকেল হয়ে এলো। হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে গেল।ড্রাইবার বলল তার গাড়ি আর চলবে সামনে গেরেজ আছে সারতে হবে আজ হয়তো নাও হইতে পারে ।রকিবে একটা চেনা লোক ছিল যে পুরোনো জমিদার বাড়ি দেখা শোনা করে ।তারা সেখানে পৌছালো।লোকটি রকিবকে দেখই চিনতে পেরেছিল।তার সব ঘটনা খুলে বলে।তখন তো রাত হয়ে গেছে প্রায় তখন তিনি সৈই বাড়িটি তাদের থাকতে দিলেন।কিছুক্ষন পর তাদের খেতে দিলেন।খেয়েদেয়ে তারা ঘুমালেন।গভীর রাতে তাদের দরজায় কে যেন ঠকঠক শব্দ করতেছে।দুজন জেগে উঠল একজন দরজা খুললো কিন্তু কাউকে দেখতে পেল না।সে একটু ভয় পেল।তারা আবার ঘুমিয়ে পড়ল।কিছুক্ষন পর এবার সবার ঘুম ভাংগে কান্নার আওয়াজে।রবি জানালা খোলা মাত্র তাকে একটা গরম বাতাস ধাক্কা দিল।এবং কান্না থেমে গেল।তারা সবাই এবার অনেক ভয় পেল।সবাই এবার কষ্টে ঘুমিয়ে গেল।সেই রাতটা তাদের অনেক খারাপ গেছে।সেই লোকটার কাছে সে কথা জানতে চাইলে বলে।হ্যা অনেকে এরকম শূনে থাকে কিন্তু ক্ষতি করে না।তাদের গাড়ি সারা হয়ে যায়।তারা ভ্রমনে না গিয়ে সবাই বাড়ি চলে আসে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now