বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলো তুহিনের ,,।
তার গলাটা শুকিয়ে আছে,,,, জল খাওয়ার জন্য সে গ্লাসের দিকে হাত বাড়ালো,,,কিন্তুু গ্লাসটা তার গলার মতই শুকিয়ে আছে,,,,,। এই মাঝ রাতে সবাই নিথর ভাবে শুয়ে আছে,,,, তুহিনও কিছুক্ষন আগে ছিলো,,,,,।
তুহিনের গলাটা আস্তে আস্তে শুকনো কাঠের মতই হয়ে যাচ্ছে,,, কিন্তুু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না,,,, মাঝে একবার তার ফোন অদ্ভুদ ভাবে বেজে উঠল,,,আসলে ফোনটার মেসেজিং টোনটা অন্য প্রকৃতির,,,। তুহিন তার তৃষ্ণার কাছে হার মেনে বিছানা থেকে উঠলো,, এবং রুমের আলো জ্বালাতে গেলো,,,,বাল্বটা একবার জ্বলে নিভে গেলো,,,। তুহিন আরো দুইবার সুইচ অন অফ করলো,,এবং সিওর হলো যে বাল্বটা কেটে গেছে,,,। তখন সে অন্ধকারের মধ্যে রুমের দরজার কাছে গেলো এবং যখন রুমের দরজা খুললো,,,,সাথে সাথে এক ঝাপটা ঠান্ডা বাতাস তার শরীর ছুয়ে গেলো,,,। তুহিন হালকা কেপে উঠলো,,সাথে সাথে তার রুমের পাশের গাছে থাকা পেচা ডেকে উঠলো,,,। পেচার ডাক এমনিতেই ভয়ংষ্কর,, আর এই পরিবেশে সেটা অতি ভয়ংক্ষর হয়ে উঠলো,,, সে জল আনতে তার উঠানে কলে গেলো,, রুমের বাহিরে কোনো বাল্ব নাই,, আর রুমের বাল্বটা ও নষ্ট হয়ে গেলো,,,।
হালকা চাদের আলোতে সে কোনোমতে কলে গেলো এবং জল নিলো,,আবারো সেই ঠান্ডা বাতাস তাকে ছুয়ে দিলো,,,,।
সে তাড়াতাড়ি তার রুমের দিকে পা বাড়ালো,, একি!! তার মনে হলো কেউ যেনো তার পেছনে হাটছে,,, সে পেছনে তাকাবার সাহস পেলো না,,। দ্রুত রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলো,,,এখন সে বুঝলো যে তার আর তৃষ্ণা পাচ্ছে না,,, তার পরেও সে জল পান করলো,,,।
সে আবার বিছানাতে শুয়ে পড়লো,, এবং হালকা ঘুমে জড়িয়ে যাচ্ছে,, ঠিক তখনি আবার সেই ঠান্ডা বাতাস,,, তুহিনের এবার কেমন ভয় হতে লাগলো যে বাতাস কোথা হতে আসছে!! সে দেখলো রুমের জানালা খোলা,, কিন্তুু এটা কি করে সম্ভব, তুহিনের স্পষ্ট মনে আছে সে তার রুমের জানালা বন্ধ করেছিলো,,,,।
তার অনিচ্ছার সত্তেও সে দ্বিতীয়বার জানালা বন্ধ করতে গেলো,,,, এবং জানালার কাছে গিয়ে যা দেখলো তা দেখে তার ভেতরে হাজার ভোল্টের শর্ক লাগলো,,, তার জানালার বাহিরে এটা কি জিনিস??
তুহিনের নিশ্বাস থেমে গেলেও হৃদপৃন্ডের কাজ বেড়ে গেছে,,,,
জানালা দিয়ে দেখলো একটা মেয়ে কল থেকে জল নিচ্ছে,, মেয়েটা কল চেপে জল নিচ্ছে কিন্তুু কলের কোনো শব্দ হচ্ছে না,,,।
এসব দেখে তুহিনের মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খেতে লাগলো,,,,।
এর পরে সে যা দেখলো তার চোখ বের হয়ে যাবার উপায় হলো,,, মেয়েটা তো জল নিয়ে তার রুমের দিকেই আসছে,,,,!!!!!
সে কি করবে ভেবে পেলো না তাই তাড়াতাড়ি বিছানাতে শুয়ে পড়লো ,,, এবং নানান দুরুদ পড়তে লাগলো,,, কিন্তুু তাতেও কোনো কাজ হচ্ছে না,,।
মেয়েটা তার রুমে প্রবেশ করলো,,, সাথে সাথে সারা রুম অদ্ভুদ গন্ধে ভরে গেলো,,,, তুহিন দেখলো মেয়েটা দেখতে অসম্ভবিয় সুন্দর,,,,স্লিম দেহ,,,,কেমন মায়াবি একটা ভাব থেকে যায় মেয়েটার শরীরে,,,।
মেয়েটা হাতে জল নিয়ে কিছুই বললো না,,, শুধু জলের গ্লাসটা তুহিনের দিকে এগিয়ে দিলো,, তুহিন তো আগেই জল খেয়েছে কিন্তুু তার সত্তেও সে মেয়েটির হাত থেকে গ্লাসটি নিলো এবং এক নিশ্বাসে সবটুকু জল খেলো,,।
তার জল খাওয়া শেষ করার সাথে সাথে মেয়েটি গ্লাসটি কেড়ে নিলো,,।
মেয়েটি কিছু না বলেই চলে যেতে লাগলো,,, তখন তুহিনের সাহস বেড়ে গেলো এবং সেও মেয়েটির পেছনে বের হলো,,, তুহিন মেয়েটিকে ডাকলো,,, কিন্তুু মেয়েটি কোনো উত্তর দিলো না,,,।
এবার তুহিনের সাহস আরো বেড়ে গেলো,, সে মেয়েটির হাত ধরলো,,, সাথে সাথে ছেড়েও দিলো,,, মেয়েটির হাত অসম্ভব ঠান্ডা,,,!!!
তুহিন দেখলো মেয়েটার চোখে জল,,, মেয়েটাও হয়তো তুহিনকে কিছু বলতে চাইছে,,, তুহিন মেয়েটির সামনে দাড়ালো,,, কিন্তুু মেয়েটি এক দোড়ে কলের কাছে চলে গেলো এবং তুহিনের দিকে তাকালো,, তুহিন সে চোখে দেখলো মেয়েটির অভিমানী চোখের জল,,,,, তুহিন মেয়েটির কাছে যেতে চাইলো কিন্তুু ততোখনে মেয়েটি অন্ধকারে মিলিয়ে গেলো,,,,!!!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now