বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রেমের জন্য মৃত্যু,,,,সত্য ঘটনা,,,,,,
আমাদের সিরাজগঞ্জের শামিম নামের একটি ছেলে মারা গিয়েছে,,,, মারা যাওয়ার কারন হলো ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে,,, বাট সবাই জানে মেয়েটি ছেলেটিকে ভালোবাসে না,,, কিন্তু আমরা জানি মেয়েটি ছেলে থেকে অনেক টাকা এমনকি নানা ধরনের ব্যবহারিক জিনিস নিয়েছে,,,,, কিন্তু হঠ্যাৎ করে মেয়েটি বিয়ের কথা শুনে,,, নিজের রুমে গিয়ে প্রেট্টোল নিয়ে নিজের গায়ে ডেলে দিয়ে আগুন দরিয়ে দেন,,,, পাশের রুমে ছেলেটির বাবা ঘুমিয়ে ছিলো,,, যখন ছেলেটির গায়ে আগুন ধরে যায়,,,, তখন ছেলেটি,,, মা মা মা বলে চিৎকার দিয়ে উঠলে,,, তার বাবার ঘুম ভেঙে যায়,,,, তারপর তার বাবা রুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে তার ছেলে আগুনে জ্বলছে,,,, তখন তাকে তার বাবা গিয়ে জরিয়ে ধরে, ,,, তাকে হাসপাতালে নিলে,, ,, ডাক্তার তাকে ঢাকায় পাঠিয়ে দেন,,,, ( আর হ্যা মেয়েটির বিয়ের খবর ছিলো মিথ্যা,,)
ঢাকার ডাক্তারেরা ছেলেটিকে দেখে বলে ছেলেটিকে বাচানো যাবে না। আপনারা আল্লাহকে ডাকুন,,,,,,, কারন ছেলেটির নাকি ভিতরে সব কিছুই তাপে সিদ্ধ হয়ে গিয়ে জমে গিয়েছে,,,,,,
সে আগুন দেয় ০৫/১০/১৮ তারিখ শুক্রবারে বিকেল ৫ ঘটিকায় আর মারা গিয়েছে ০৯/১০/১৮ তারিখ মঙলবার মানে আজকে সন্ধ্যা ৭ ঘটিকায়। ছেলেটি এই ৫ দিনে অনেক কষ্ট করতে হয়েছে,,,, সব সময় মা মা মা বলে চিৎকার করেছে,,,, ছেলেটি যে দিন নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়,,,,, আর আগের দিন রাতে আমার সাথে অনেক হাসা হাসি করেছে,,,,,ছেলেটি আর কেও নয় আমার এক বন্ধু,,,, ছেলেটি আজ আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলো,,,,, জানেন কি আজকে আমার মন কাদছে না,,, আমি আজ পাঠর হয়ে গেছি,,,,, অনেক কাদতে ইচ্ছা করছে বাট পারছি না,,,, আমার জীবন থেকে আজ একটা বন্ধু হারালাম,,,,,,,
আপনাদের সবার কাছে অনুরোধ রইল,,, আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন,,, প্লিস, প্লিস,,,
আর হ্যা কেও কখনো ফাজলামি করে মিথ্যা কথা বলবেন না। কারন আজ একটা মিথ্যার জন্য আমার এক বন্ধুকে হারালাম, ,,,,,,, আমি আর লিখতে পারছি না,,,,,, লেখার শক্তিও পারছি না,,,,
আর একটি কথা আগামী কালকে মানে বুধবারে তার জানাযা হবে,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now