বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তোমার অপেক্ষয়!

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X অনেকদিন পর আজ সে আমাকে কল করেছে। ভাবছিলাম প্রাণ ভরে কথা বলব। কিন্তু না, তা আর হলো না। মিনিট পাঁচেকের মত কথা বলার পর সে বললো আচ্ছা রাখি। আমি জোর করে আরও পাঁচ মিনিটের মত কথা বললাম। তারপর তার কথা বলার অনীহা দেখে ইচ্ছে করেই ফোন রেখে দিলাম। এখন বসে বসে ভাবছি, মানুষ আসলে কত পরিবর্তন হতে পারে। যে তুমি আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সেই তুমি আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকো। কি করে এটা সম্ভব....!?! আসলে এই সার্থপর জগতে সবই সম্ভব। এখানে সবাই সার্থপর। এখানে আবেগের কোন মূল্য নেই। আবেগ সবার কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই না। সার্থপর জগতে যারা আবেগকে মূল্য দিবে তারাই আমার মত ধুঁকে ধুঁকে পুড়ঁবে। আমি জানি ওকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন, প্রতিরাত শুধু চোখের জল ঝরছে। ইচ্ছে করছেনা আর বেচেঁ থাকতে। কিন্তু আমি এটাও জানি আমি মরতে পারবনা। হয়ত বা এক সময় আর কাদঁবোও না। কারণ পৃথিবীটা যে সার্থপর!_


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৬২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর, ৪ মাস পুর্বে
    Awesome, xox,superb shai akta gholpo