বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পৃথার ভালবাসা(শেষ পার্ট)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X পর্ব ৩ঃ ভার্সিটিতে ওদের দেখা করার জায়গাটায় দাঁড়িয়ে আছে আহাদ,পৃথার পছন্দের ড্রেস পরে। অইতো পৃথা আসতেছে। নীল শাড়ি পরেছে আজ ও। হাতে নীল চুড়ি আর খোলা চুলে অপ্সরীর মতো লাগছে পৃথাকে।মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আহাদ।........ পৃথা এসেই কিছু বুঝার আগেই গভীরভাবে চুমু এঁকে দিলো আহাদের ঠোঁটে। তারপর জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বারবার বলতে লাগলো,'আহাদ তুমি শুধু আমার '।পরিস্থিতি কিছুটা নর্মাল হতেই আহাদ পৃথাকে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে কিনা? উত্তরে পৃথা শুধু মাথা নাড়লো।কিছুক্ষণ বসেবসে গল্প করার পর পৃথা বলে উঠলো, পৃথা: আহাদ চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে কফি খাই।এখানে ভাল লাগছেনা। আহাদ: (অবাক চোখে তাকিয়ে) চলো যাই। আহাদ কিছুটা অবাক হলো কারন পৃথার এই জায়গাটা অনেক পছন্দ। আহাদের সাথে সবসময় এখানেই দেখা করে..... রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দুজন দুজনকে বিদায় দিয়ে যারযার মতো বাড়ি চলে গেলো। বাড়ি গিয়ে ফ্রেস হয়ে খুশিমনে বসে রইলো পৃথা।আর কিছুক্ষণ পরেই ফোন এলো আহাদের বাড়ি থেকে।চোখে খুশির বন্যা বয়ে গেলো পৃথার.... কল রিসিভ করতেই ওপাশ থেকে আহাদের আম্মু কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠলো আহাদ আর নেই।মারা গেছে আহাদ.....। খুশির সাথে সাথে দুঃখের বন্যা বয়ে গেলো পৃথার মনে।বারবার বলতে লাগলো,' আহাদ, কেন তুমি শুধু আমার হলেনা।অন্য মেয়ের সাথে কেন কথা বলতে তুমি? তেমনটা না করলে আজকে এমন হতোনা। আই লাভ ইউ আহাদ,আই লাভ ইউ সো মাচ কিছুক্ষণ আগে.... রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিলো আহাদ আর পৃথা....।আহাদ অন্যমনস্ক হতেই পৃথা আহাদের কফিতে বিষ মিশিয়ে দিলো।দু ঘণ্টা পরে এর প্রতিক্রিয়া শুরু হবে।পৃথা ভাবতে লাগলো, আহাদ শুধুই ওর হয়ে যাবে।অন্যকাউকে ভালবাসতে পারবেনা কিংবা তার জন্য বেঁচে থাকবেনা। আহাদের ভালবাসার ভাগ অন্য কেউ পেতে পারেনা।পুরোটাই শুধু পৃথার জন্য কিন্তু আহাদ ওর ফ্রেন্ডদেরকেও দিচ্ছিলো।কিন্তু পৃথা তা হতে দিতে পারেনা আর তার জন্যই এই ব্যবস্থা। ' আমি তোমাকে ভালবেসেই সারাজীবন পার করে দেবো আহাদ......।মুচকি হাসি ফুঁটে উঠলো ওর ঠোঁটে। হয়তো একটু কষ্ট হবে আহাদকে না পাওয়ায়।তবে পৃথা ওর মনের মধ্যে যে আহাদকে সাজিয়ে রেখেছে তার সাথেই জীবন পার করে দিতে পারবে।এভাবে কষ্ট পাওয়ার কোনো মানে হয়না। 'আমি সত্যিই দুঃখিত আহাদ, তোমার ভালবাসা সম্পূর্ণ নিজের করে নেওয়ার জন্য এ ছাড়া আর কোনো উপায় ছিলোনা....... -সমাপ্ত-


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫৫৮ জন


এ জাতীয় গল্প

→ পৃথার ভালবাসা(শেষ পার্ট)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • ♪♪♪ধ্রুব পৃথিবী♪♪♪
    User ৫ বছর, ৯ মাস পুর্বে
    wellcome apu.....

  • ♪♪♪ধ্রুব পৃথিবী♪♪♪
    User ৫ বছর, ৯ মাস পুর্বে
    wellcome apu.....

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    ধন্যবাদ ধ্রুব পৃথিবী।

  • ♪♪♪ধ্রুব পৃথিবী♪♪♪
    User ৫ বছর, ৯ মাস পুর্বে
    Very nice story....

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    আচ্ছা(!) স্যরি।আর উপদেশ দেবোনা।আর হ্যাঁ , আমি যারতার উপরে ক্রাশ খাইনা।অনেক আগেই একজনের উপরে খেয়ে বসে আছি।আপনার উপর খেতে যাবো কেন? হা হা হা, নামের ধরনটা দেখো.....নীল-ভানু। আপনি যদি মেয়েই হন তাহলে আপনার গফ আসবে কোথা থেকে?(নামের ধরনে মেয়েই মনে হচ্ছে,হা হা হা)

  • নীল-ভানু
    Guest ৫ বছর, ৯ মাস পুর্বে
    কেন কেন? আমার মেয়ে ফ্রেন্ড থাকলে তোমার কী সমস্যা হে? ক্রাশ খেলে নাকি? তা না খেলেতো তাহলে উপদেশ দিচ্ছো মনে হচ্ছে। থাক থাক, আর উপদেশ দেয়া লাগবে না। আমার গার্লফ্রেন্ড নাই। সো, আমি ফ্রি! তবে...! থাক, আর না বলি।

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    ধন্যবাদ শান.....আর নীল ভানু, ফ্রেন্ড থাকতে পারে।তবে মেয়ে ফ্রেন্ড না।

  • megh
    Guest ৫ বছর, ৯ মাস পুর্বে
    অন্যের কথায় কান দিয়ে নিজের ইচ্ছেকে বিসর্জন দেবে কেন তুমি?? সবসময়ই নিজের ভালোলাগাকে প্রাধান্য দেবে।গল্পটা অন্যরকম লেগেছে। আমার কাছে ভালো লেগেছে। তাছাড়া, আমি সাইকো, হরর, এডভেঞ্চার, ডিটেকটিভ স্টোরি খুবই পছন্দ করি।

  • নীল-ভানু
    Guest ৫ বছর, ৯ মাস পুর্বে
    ও খোদা! এইটা কী হইলো!!! আহাদকে কোন যুক্তিতে মেরে ফেলা হলো! ফ্রেন্ড থাকতে পারেনা দুয়েকটা? আমারতো অনেক ফ্রেন্ড। কে আমাকে নিয়ে কী ফিল করে কে জানে! এখন থেকে তো কারো সাথে বসে কিছু খাওয়াইই চলবে না। কে যে কখন বিষ মিশিয়ে দেয়!

  • ✨Supergirl Mumpy✨
    Guest ৫ বছর, ৯ মাস পুর্বে
    তুমি কারো কথায় লেখার ধরণ কেন বাদ দিবে,রিও আপু?তুমি লিখবে তোমার মতো,সে যে যাই বলুক....

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    ও আচ্ছা।তাহলে স্টোরি লেখাই বাদ দিয়ে দেই।ট্রাজেডি +সাইকো বিষয়ক স্টোরি ছাড়া লিখতে ভাল লাগেনা আমার। (উপদেশ দেয়ার জন্য ধন্যবাদ)

  • Sayaan Islam
    User ৫ বছর, ৯ মাস পুর্বে
    gjgjgj

  • মুফতামিম হোসেন [লিখন]
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    জ্বী,টরিজম টাইপ বাদ দিন অনুগ্রহ করে।এরকম গল্প খলনায়িকা রা লিখে আপি।হিহি

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    ইচ্ছে হচ্ছে তাই।।।।।আমার এ ধরনের স্টোরি লিখতে ভাল লাগে।আপনাদের ভাল না লাগলে বলতে পারেন....অন্য ধরনের স্টোরি লিখবো তাহলে।

  • মুফতামিম হোসেন [লিখন]
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    আপু আপনি দুুদিন যাবৎ। মেরে ফেলা গল্প দিচ্ছেন কেন?

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    আর হ্যাঁ, এটাতে যা ফুঁটে উঠেছে সেটা শুধু আমার গল্পের চরিত্র।বাস্তবের না.........সো........ আশা করি বুঝতে পেরেছো।

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    হা হা হা , মেঘা......তোমার ধারণা ভুল। আর অর্নি তোমারটাও।আমি শুধুমাত্র গল্পটাতে পৃথার সাইকো টাইপ মনমানসিকতা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।এছাড়া আর কিছুনা।আর আমি কাকে বলে বলে জানিনা.....হেহ্ , রিয়েল লাভ সেটাই যেটাতে থাকেনা কোনো স্বার্থপরতা। একমাত্র রিয়েল লাভই তার ভালবাসার মানুষটাকে পাশে রাখতে পারে ভালবাসা দিয়ে আগলে। আমি রিয়েল লাভ কাকে বলে জানি কি না জানি সেটা শুধুমাত্র আমার আর আমার ভালবাসার মানুষটার জানা আছে।অন্য যে যাই বলুক আমার তাতে কিচ্ছু যায় আসেনা।আমরা ব্যক্তিগত বিষয়ে আলোচনা না করে গল্পের দিকে মনোযোগ দেই.....।

  • Orni
    Guest ৫ বছর, ৯ মাস পুর্বে
    yes,, ot is not real love......

  • মেঘা
    Guest ৫ বছর, ৯ মাস পুর্বে
    রিয়েল লাভ কাকে বলে তুমি জানোই না রিয়া...রিয়েল লাভ তো সেটাই ভালোবাসা মানুষটি যেটাতে খুশি থাকে তার জন্য নিজের খুশিকে বিসর্জন দেওয়া...কিন্তু গল্পের চরিত্রের মাঝে ভালোবাসার থেকে স্বার্থপরতায় বেশি ফুটিয়ে উঠেছে.....

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    হা হা হা হা..........আমার মতে এটাই রিয়েল লাভ।।।(তুমি আমার হবেনা তাহলে তোমাকে অন্য কারোরও হতে দেবোনা।ধরে রাখবো নিজের মাঝে)

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    This is not the definition of love.it's plan of killing policy. shut her.