বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পৃথার ভালবাসা(শেষ পার্ট)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X পর্ব ৩ঃ ভার্সিটিতে ওদের দেখা করার জায়গাটায় দাঁড়িয়ে আছে আহাদ,পৃথার পছন্দের ড্রেস পরে। অইতো পৃথা আসতেছে। নীল শাড়ি পরেছে আজ ও। হাতে নীল চুড়ি আর খোলা চুলে অপ্সরীর মতো লাগছে পৃথাকে।মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আহাদ।........ পৃথা এসেই কিছু বুঝার আগেই গভীরভাবে চুমু এঁকে দিলো আহাদের ঠোঁটে। তারপর জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বারবার বলতে লাগলো,'আহাদ তুমি শুধু আমার '।পরিস্থিতি কিছুটা নর্মাল হতেই আহাদ পৃথাকে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে কিনা? উত্তরে পৃথা শুধু মাথা নাড়লো।কিছুক্ষণ বসেবসে গল্প করার পর পৃথা বলে উঠলো, পৃথা: আহাদ চলো কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে কফি খাই।এখানে ভাল লাগছেনা। আহাদ: (অবাক চোখে তাকিয়ে) চলো যাই। আহাদ কিছুটা অবাক হলো কারন পৃথার এই জায়গাটা অনেক পছন্দ। আহাদের সাথে সবসময় এখানেই দেখা করে..... রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দুজন দুজনকে বিদায় দিয়ে যারযার মতো বাড়ি চলে গেলো। বাড়ি গিয়ে ফ্রেস হয়ে খুশিমনে বসে রইলো পৃথা।আর কিছুক্ষণ পরেই ফোন এলো আহাদের বাড়ি থেকে।চোখে খুশির বন্যা বয়ে গেলো পৃথার.... কল রিসিভ করতেই ওপাশ থেকে আহাদের আম্মু কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠলো আহাদ আর নেই।মারা গেছে আহাদ.....। খুশির সাথে সাথে দুঃখের বন্যা বয়ে গেলো পৃথার মনে।বারবার বলতে লাগলো,' আহাদ, কেন তুমি শুধু আমার হলেনা।অন্য মেয়ের সাথে কেন কথা বলতে তুমি? তেমনটা না করলে আজকে এমন হতোনা। আই লাভ ইউ আহাদ,আই লাভ ইউ সো মাচ কিছুক্ষণ আগে.... রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছিলো আহাদ আর পৃথা....।আহাদ অন্যমনস্ক হতেই পৃথা আহাদের কফিতে বিষ মিশিয়ে দিলো।দু ঘণ্টা পরে এর প্রতিক্রিয়া শুরু হবে।পৃথা ভাবতে লাগলো, আহাদ শুধুই ওর হয়ে যাবে।অন্যকাউকে ভালবাসতে পারবেনা কিংবা তার জন্য বেঁচে থাকবেনা। আহাদের ভালবাসার ভাগ অন্য কেউ পেতে পারেনা।পুরোটাই শুধু পৃথার জন্য কিন্তু আহাদ ওর ফ্রেন্ডদেরকেও দিচ্ছিলো।কিন্তু পৃথা তা হতে দিতে পারেনা আর তার জন্যই এই ব্যবস্থা। ' আমি তোমাকে ভালবেসেই সারাজীবন পার করে দেবো আহাদ......।মুচকি হাসি ফুঁটে উঠলো ওর ঠোঁটে। হয়তো একটু কষ্ট হবে আহাদকে না পাওয়ায়।তবে পৃথা ওর মনের মধ্যে যে আহাদকে সাজিয়ে রেখেছে তার সাথেই জীবন পার করে দিতে পারবে।এভাবে কষ্ট পাওয়ার কোনো মানে হয়না। 'আমি সত্যিই দুঃখিত আহাদ, তোমার ভালবাসা সম্পূর্ণ নিজের করে নেওয়ার জন্য এ ছাড়া আর কোনো উপায় ছিলোনা....... -সমাপ্ত-


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬০৮ জন


এ জাতীয় গল্প

→ পৃথার ভালবাসা(শেষ পার্ট)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • MD Shohidul Islam Sahid
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    এখন থাকি কোন মাইয়াকে আর বিশ্বাস করা যাবে না

  • শাহরিয়ার রিও
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    জানিনা।হতে পারে।তবে হ্যাঁ,গল্প গল্পই..

  • MD Shohidul Islam Sahid
    Golpobuzz ৫ বছর, ৯ মাস পুর্বে
    Omg. মাইয়ারা এমন হয় না কি? নিজের বিএফ কে পর্যন্ত খুন করতে বাধ্য হয়