আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
গরুর বিষ্ঠা খাওয়া
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
একবার এক সিনিয়র অর্থনীতিবীদ আর এক জুনিয়র অর্থনীতিবীদ একসাথে কোথাও যাচ্ছিলো।তা যেতে যেতে সামনে পড়ল এক দলা গরুর বিষ্ঠা। তো সিনিয়র জুনিয়রকে বলল,তুমি যদি এই বিষ্ঠাটুকু খেতে পারে তবে তোমাকে আমি ২০ হাজার ডলার দেববো।
এই কথা শুনে জুনিয়র কিছুখন ভাবলো। সে ভাবলো তার স্যালারির তুলনায় এই টাকাটা অনেক। তাই সে রাজি হয়ে গেল। আর গরুর বিষ্ঠা খেয়ে নিল। আর সিনিয়রও তাকে ২০ হাজার ডলার দিয়ে দিল।
এভাবে কিছুখন চলল দুজন। আবার সামনে পড়ল একদলা গরুর বিষ্ঠা। এবার জুনিয়রের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল।সে এবার সিনিয়রকে বলল,স্যার এই বিষ্ঠা আপনি খেতে পারলে আপনাকে আমি ২০ হাজার ডলার দেব। বলার সাথে সাথে সিনিয়র তা খেয়ে নিল।
জুনিয়রের মন খারাপ হল। সে ভেবেছিল সিনিয়রের তো অনেক টাতা তাই হয়ত টাকার লোভে আর বিষ্ঠা খাবে না। কিন্তু তবুও সিনিয়র তা খেল। এবার জুনিয়র তাকে সেই ২০ হাজার ডলার আবার ফেরত দিল।
এবার কিছুখন চলার পর জুনিয়র বলল,স্যার আমাদেরতো যার যা টাকা তাই রয়ে গেল মাঝেপড়ে আমরা দুজনই গরুর বিষ্ঠা খেলাম ব্যাপারটা কেমন হয়ে গেল না? তখন সিনিয়র বিরক্তির সাথে বলল,আরে বুদ্ধু এটুকু সময়ের মধ্যে যে আমাদের ৪০ হাজার ডলারের দ্বি পক্ষীয় বিনিময় হয়ে গেলো সেদিকে খেয়াল করেছো কি?????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...