আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
তোতলামো
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
★লেখকঃ মিম★
এক রাজার ৪ মেয়ে। বড় মেয়ের নাম রাধা,মেজ মেয়ের নাম মরু,সেজ মেয়ের নাম মচ্ছপ আর ছোট মেয়ের নাম তৈষ।ওরা আবার ৪ জনেই তোতলা।
রাজাতো এই নিয়ে ভীষণ চিন্তিত। রানীও তাই। মেয়েরাতো বড় হয়েছে। এখন বিয়ে দিতে হবে। এরকম তোতলা মেয়েকে কে বিয়ে করবে?
এমন সময় একদিন দূর রাজ্য থেকে ৪ রাজকুমার এল রাজকুমারীদেরকে দেখতে। রাজা রানীতো ভীষন খুশি। কিন্তু তারা যদি জানতে পারে মেয়েরা সব তোতলা তবে তো বিয়েই করবে না।
এসব ভেবে রানী রাজকুমারীদেরকে শিখিয়ে দিল দেখতে আসা লোকদের সামনে যেয়ে একটাও কথা না বলার। সব রাজকুমারী রাজিও হল। এবার তার গোছগেছ করে রাজকুমারদের সামনে এল।
প্রথমে সব ঠিকই ছিল। এক পর্যায়ে রাজকুমারদের মা বাবারা মেয়েদের নাম শুনল। মেয়েরা কোন কথা বলল না। পরে বড় মেয়ের চুলের প্রসংসা করল। এবার বড় মেয়ে বলল, "এ আল কি দেখলেন তুলে তো তেল দিই না এখন। দদি দিতাম তাহলে দে কি হত।"
একথা শুনে মেজ মেয়ে বলে উঠল, "এ গাধা দিদি তুপ কর"।এবার সেজ মেয়ে বলল,"এই গরু দদি তুই ও তো কতা বলে ফেললি।
এসব শুনে ছোট মেয়ে বলল",গাধা দিদি,গরু দিদি,কচ্ছপ দিদি ছবাই কতা বলেছে। কিন্তু আমি মৈষ একতা কতাওও বলি নি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...