বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শুভ্রনীল ছায়াপথ - পর্ব ৪ ( মহাকাশে প্রত্যগমন)

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X লেখা: সাদ আহমেদ ক্যাপ্টেন সাদমানের বিদায়ের আজ ৬স্থ দিন.. নাসার মেইন এনসেন্টিভ কেয়ারে শুয়ে আছে মারিয়া. এবং পাশে বসে আছে সালমান এবং জাফর.. সবার মুখেই হতাশার ছাপ স্পষ্ট.. ক্যাপ্টেন কে মহাকাশে রেখে আসার এক দিন পরে পৃথিবীতে পৌছায় এপিক এভিয়েশন স্পেস শীপ. তারপর তড়িঘড়ি করে একটা সার্চ মিশন গঠন করা হয়. এবং নাসা থেকে এটা পরিচালনা করা হয়. এরপর মঙলের আকাশ চষে ফেলা হয় কিন্তু দু:ক্ষের বিষয় হলো সাদমানের দেহও খুজে পাওয়া যায়নি!!.. এই বিশাল মহাশূন্য জগতে আসলে খুজে পাওয়াটাও খরের গাদায় সুচ খোজার মতই ব্যাপারটা! কিন্তু মনকে বুঝ দেবার জন্যেই আসলে এমন সার্চ মিশন! থেকে থেকেই কেঁদে চলেছে মারিয়া. অন্যদের অবস্থা কমবেশি একই! সালমান কারর সাথে কথাই বলছেনা, সাদমান তার বেস্ট ফ্রেন্ড ছিলো স্কুল লাইফ থেকেই.. হঠাত করে কি থেকে কি হয়ে গেলো... মাত্র দুই মাস আগেই এপিক এভিয়েশন শিপের কমান্ডাররা ছিলো গবেষনা কাজে তারপর একটি বিশেষ রিকোয়েস্ট এর কারনে সাদমান তার গ্রুপ কে নিয়ে একটি সিক্রেট মিশনে স্পেসে পাড়ি জমান, সেই সিক্রেট মিশন টা কি সেটা অবশ্য সুধু অল্প কিছু কমান্ডোরই জানেন.. মারিয়ার সাথে সাদমানের পারিবারিক ভাবে কথা বার্তা চলছিলো বিয়ের ব্যাপারে... তারা কলেজ থেকে একসাথে পড়ালেখা করে বাংলাদেশ স্পেস কাউন্সিলের সিনিয়র কমান্ডার পদে কর্মরত ছিলো... গল্পের শুরুটা বলা হয়নি.. প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষ আরো বেশি মহাকাশ মুখি হয়ে উঠেছিলো... সাথে সাথে এই পৃথিবীর মতই মহাকাশেও বাড়তে লাগলো অন্যায়!! আর অনেক রহস্য!! তেমনই একটি রহস্যাভেদ করতে সাদমান এর টিম কে তলব করা হয়েছিলো... মারিয়ার চোখে ভাসছিলো ইটালির ভেনিসের সেই দিন গুলোর কথা!! এইতো মাত্র কদিন আগেই তো!! কত মজা করেছিলো তারা!! কত সপ্নে বিভোর ছিলো সেই দিন গুলো!! ভেনিসের সান পাওলোর রেইলটো ব্রিজের উপরে কাটানো সেই মুহুর্ত গুলো অথবা ক্যানেল গ্রান্ডিতে সেই গান্ডেলো তো ভ্রমন? ভেনিসের সান্টামারিয়ার টলটলে নিলচে জলের সাথে তো মিশে যেতে চেয়েছিলো দুজন! কিন্তু সব শেষ!! এখনো কানে ভাসছে সাদমানের সেই কথা গুলো!! বি সিরিয়াস মারিয়া!! স্পেসের অনেক রহস্যাবৃত একটি অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি আমরা!! এখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে বিপদ!! রহস্য!! মৃত্যুর হাতছানি!!... ------------- এই সময় ঘরে প্রবেশ করলেন কমান্ডার রকি স্মিথ.. স্মিথ ঘরে প্রবেশ করার সাথেই সবাই বুঝতে পারছিলো যে রকি কিছু বলবে.. ঘরে ঢুকে দুই হাত বগলে গুজে সবার দিকে দৃষ্টি আকর্শন করে কথা শুরু করলেন রকি... ডিয়ার মেইড!! আসলে কি বলে কথা শুরু করবো সেটা আমার জানা নেই আসলে সবাই সবার মনের অবস্থা সবাই জানি!.. মারিয়ার জন্য আসলে সমবেদনা জানানোর ভাষা নেই আমার! তবে একটা কথা বলতেই হচ্ছে যে আমাদের সার্চ টিম বিফল হয়ে ফিরে এসেছে!! ক্যাপ্টেন কে পাওয়া যায়নি!! আর আমাদের মিশনও যেহেতু শেষ হয়নি তাই আমাদের আবার স্পেসে ফিরে যেতে হবে... আর সবাই ক্যাপ্টেনের কথা খেয়াল রাখবেন ক্যাপ্টেন এই মিশনের ব্যাপারে অনেক উদগ্রিব ছিলেন... তাই এই মিশন সফল করা আমাদের দায়িত্ব.. আগামি কাল রাতে আবার আমরা স্পেসের উদ্দেশ্যে যাত্রা করব সবাই মানসিক ভাবে প্রস্তুত থাকবেন.. তবে কমান্ডার রিক্তা মারিয়াকে এই মিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার সার্বিক দিক বিবেচনা করে.. নাহ!! অস্ফুটভাবে বলে উঠলো মারিয়া... যে মহাকাশ আমার সব কেড়ে নিলো সেখানেই আমি যেতে চাই!! আমি যাচ্ছি!! আগামীকাল তোমাদের সাথে!! চলবে.... (আগামি পর্বে সমাপ্য...)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০১৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now