বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

লতাকে প্রেমের চিঠি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Forhad Ali (০ পয়েন্ট)

X  লতা, আসসালামু আলায়কুম। আশা করি প্রভুর দয়ায় তুমি ভালো আছ। আমিও তাঁরই দয়ায় ভালো আছি। লতা, তুমি আমার সুখের স্বপন। তাই আমি তোমার জন্য থাকি সতত মগন। সুমধুর তোমার কন্ঠস্বর বা বচন। তোমার কন্ঠস্বর শুনেছি যখন তুমি সেমিনারে পবিত্র পাক কুরআন থেকে তেলাওয়াত করছিলে। শুনছিলেন লক্ষ লক্ষ সেমিনারের শ্রোতাবর্গও । একদিকে অপরুপ তোমার রুপের বাহার। অন্যদিকে তোমার অনেক গুণ যা দিয়ে জয় করেছ আমার অন্তর। আমি ভাবি, তুমি কেবল আমারই একজন। আমিও তোমারই রতন। লতা, তুমি রুপে-গুণে অনন্য। তুমি পবিত্র ও পুণ্য। তাই আমি অপেক্ষা করে আছি তোমারই জন্য। ছুঁড়ে দাও সকল অভিমান। তুমি আমার দর্পণ। তোমার সুন্দর দু’টি নয়ন। তোমার মনোরম জীবন। তুমি অটুট থেকো চিরদিন। তোমার নয়ন কর উন্মিলন। আমি তোমাকে সদা করি স্মরণ। তোমার পবিত্র জীবন। তুমি হবানা কখনো মলিন। আমি তোমার প্রতি মুগ্ধ। কারন, আবরুর মাঝে অনুধাবন করেছি তোমার অপরুপ বদন। তুমি নিরত নতুন। তোমাকে তাই করতে চাই আপন। আমি দেখেছি তোমার একমাত্র সম্বল জ্ঞান। আরো দেখেছি তোমার নেশা জ্ঞান অর্জন করা। তাই জ্ঞান অন্বেষণে তুমি করে থাকো অসাধারণ ভাবে অধ্যয়ন। লতা, তোমার প্রতি আমার মুগ্ধতার বিশেষত্ব হলো – সেদিন সেমিনারে মহান সৃষ্টিকর্তা সম্বন্ধে তোমার বক্তব্যে তুমি বলছিলে যে, তিনি সেই মহান আল্লাহ, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞাত। তিনি বড়ই মেহেরবান ও দয়ালু। তাঁর কোনো শরীক নেই। তিনি এক ও অদ্বিতীয়। তিনি সত্য, তাঁর দ্বীন সত্য, তাঁর কালাম সত্য, আখেরাত সত্য, বেহশ্ত-দুযোখ সত্য এবং তাঁর ফেরেশ্তারা সত্য। তিনি বাদশাহ, পবিত্রতম তাঁর সত্ত্বা। তিনি নিরাপত্তা দানকারী, আশ্রয়দাতা, রক্ষাকর্তা, পরিত্রাতা-পবিত্র ও মহাপরাক্রম গর্বের অধিকারী ও সুমহান। তিনি সৃষ্টিকর্তা-উদ্ভাবনকর্তা ও শ্রেষ্ঠ রুপশিল্পী। তাঁরই জন্য উত্তম উত্তম নামসমূহ রয়েছে। তিনি মহান পরাক্রান্ত প্রজ্ঞাবান। তোমার উদ্ধৃতির সূত্র ছিলো- তাফসীর ইবনে কাসীর। আল্লাহ শব্দের তাহকীক অধ্যায়। প্রিয় লতা, তুমি কী জানো! সেদিন সেমিনারের শ্রোতারা মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছিলেন তোমার বক্তব্য। অনেকের চক্ষু দিয়ে ঝরঝরিয়ে অশ্রু ঝরে পড়ছিলো। এবার নিশ্চয়ই বুঝতে পার তোমার প্রতি আমার দুর্বলতা কোথায়! ধর্মের প্রতি, মানবের প্রতি ও সাধারণ আচার – আচরণের ক্ষেত্রে যে অতুল আদর্শ তুমি তুলে ধরেছ, তা মনমুগ্ধকর। হিযাব ছাড়া তুমি এক পা কোথায় যাওনা। এসব কারণে আমার সব প্রেম, সব চাওয়া ও ভালোবাসা তোমারই জন্য। লতা, এ জীবনে যদি আশা না পুরে । ক্ষুব্ধ হব না, না পাওয়ার হতশা অন্তরে ধরে। দোয়া করবো দু’হাত পসারি। দু’জাহানে কল্যাণ চাইব দু’জনারই। কথা দিচ্ছি, থাকবে তুমি হৃদয়াসনে। আমাকে রেখ দু’নয়নে। প্রভুকে ডেকো সব সময়ে মনে – প্রাণে । তুমি কী জানো যে, আমার প্রাণেতে তোমাকে পাবার তরে কতটা তুফান! যদিও জানি, তুমি আমারই একজন। জানিনা! আমরা উভয়ে উভয়কে অতি কাছে পাব কী না! একমাত্র তাই করেছি তোমার তরে অশেষ ধৈর্য ধারণ। নদী-সাগর সম তোমার হৃদয়। তবে আমার শূণ্য হৃদয়! প্রাণের জটিল যন্ত্রণা। লতা, জানি প্রভুর দয়ায় যন্ত্রনা একদিন থাকবেনা। যখন থাকবেনা, তুমিতো আসবে আমার ঘরে। জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে ওঠবে। বসন্ত বৃষ্টিবারিধারা নামিয়ে আনবে। মনের উজ্জ্বল আলো জ্বলজ্বল করে জ্বলবে। অমলিন হাসি তোমার অধরে ফুটবে। সবই দেবে প্রশান্তি উপহার। দুশ্চিন্তা থাকবে না প্রাণে-শিরে ও নীড়ে। থাকবো না কেউ মনোদু:খ লয়ে। শোভা ছড়াবো উভয়ে। তোমার পরীক্ষার ফলাফল জেনেছি। তুমি বরাবরই প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছ। এম.এ তেও তোমার গৌরবময় ফলাফল। আজ আমার খুবই আনন্দ মনে। তোমার মনে আনন্দের অন্ত নেই এই ক্ষণে। আমি স্যোসাল রিফরম বিষয়ে লন্ডনে পিএইচডি কোর্সে অধ্যয়ন করছি। তুমিও পিএইচডি কোর্স সম্পন্ন করবে শুনে যারপর নাই আনন্দিত হয়েছি। তোমার রুপ চমৎকার। লতা, পড়তেও তো পারি, না পাওয়ার বিপাকে! তাই পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জত নামাজে প্রভুকে বলি ডেকে ডেকে। পুণ্য প্রেমে উদ্বুদ্ধ তুমি-আমি দু’জনে। তোমার প্রেম আমার জীবনে এসেছে অতি গোপনে। আমিও সকল আবেদন-নিবেদন রেখেছি সংগোপনে। তোমাকে ভাবি আমি চেতনে – স্বপনে। তোমাকে নিয়ে কখনো কখনো পাই জীবনে নব জাগরণ। তাই হৃদয়ে নিভৃতে ব্যস্ত হয়ে পড়ি তোমায় ভাবতে। দুয়া করি লতা, ভালো থেকো। দুয়া কর আমি ও সকলেই যেন ভালো থাকেন প্রভুর দয়ায়। আমার আচরণে ব্যতয় পেয়ে থাকলে ক্ষমা করে দিও। অপেক্ষায় তোমার রতন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪০৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now