বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গল্পটির নাম নেই

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান টি.বি তৌহিদ (০ পয়েন্ট)

X আমাদের এলাকার এক ছেলে আছে অনেকটাই হাবাবোবা টাইপের। সে এতটা নির্বোধযে একসময় ভাজা মাছটাও ঠিকমত উলটে খেতে জানতোনা। আমার এখনো মনে আছে একদিন সে সিগারেট ধরাতে গিয়ে হাতের আঙ্গুল জ্বালিয়ে ফেলে। ক্ষত চিহ্ন যদি বাসার সবাই দেখে যায় সে ভয়ে বাড়ীতে যায়নি দুইদিন। কিছুদিন আগে আন্দোলনের সময় সে ছেলেটি পিকেটিং মামলা খেয়েছিল। তার কিছুদিন পর পাশের এলাকার এক ছেলের গলায় খুর ধরে মোবাইল হাতিয়ে নেয়। সেখানেও মামলা খেয়েছে। এমন একটা সাংঘাতিক ব্যাপার প্রথমে আমার কিছুতেই বিশ্বাস হয়নি। শুধু আমার কেন সাম্প্রতিক তার চলাফেরা দেখলে আশপাশের সবাই বেকুব হয়ে যায়। কি ছেলে কি হয়ে গেছে! যে ছেলেটি একদিন সিগারেট জ্বালাতে হিমশিম খেত সে ছেলেটি এখন খুর নিয়ে চলাফেরা করে। বিস্ময়কর হবার মতন কিছু একটা। কুমিল্লা দেবীদ্বার আমার পাশের এলাকার এক লোককে তিনবছর আগে পুরো মুখ কষটেপ দিয়ে বেধে খুর দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছিল। পরবর্তীতে পুলিশ গ্রেপ্তারের পর জানা যায় যে ছেলেটা খুর চালিয়েছে সে দেবীদ্বার সাধারণ পরিবারের সাধারণ সন্তান। প্রায় সময় একটা জিনিস দেখি আপনি যদি হঠাৎ কোনো এক নতুন এলাকায় গিয়ে রিক্সা ভাড়া করতে আগ্রহী হন ড্রাইভার যখন বুঝবে আপনি এলাকায় নতুন এসেছেন তখন পনেরো টাকার ভাড়া আপনার কাছ থেকে ত্রিশ টাকা নিবে। আপনি 'নতুন' এখানেই আপনার সমস্যা। জগতের সব মানুষ সিমপ্যাথি দেখায়না কিছুকিছু মানুষ সুযোগ বুঝে সময় কাজে লাগায়। আপনি এলাকায় নতুন সেজন্য ডাবল ভাড়া আদায় করে নিবে। নতুন কোনো এলাকায় যখন ভাড়াটিয়া উঠে তখন সেখানেও তাদের প্রায় কয়েক মাস আহাম্মকের মতন থাকতে হয়। একদিন দুইদিন তিনদিন ধীরেধীরে একটা সময় বুঝে যায় কিভাবে কিভাবে চলতে হবে। কার সাথে মিশলে কিভাবে চলা যাবে। আস্তে আস্তে ঐএলাকার সবার মন মানুষিক মনোভাব বুঝে যেতে সক্ষম হয়। বুঝে যাবেন ড্রাইভার আপনার কাছ থেকে বেশী ভাড়া নিচ্ছে। তখন এই রিক্সাটা রেখে সামনের রিক্সা খুঁজবেন। সামনেরটা না হলে এরপরেরটা। যেখানে একদিন ত্রিশ টাকা ভাড়া দিতেন সেখানে এমন একদিন আসবে দশ টাকাও মূল দিয়ে দিবেন। একটা জিনিস চিন্তা করি আজ যে মানুষটাকে হাবাবোবা পেয়ে ঠকালাম কাল সে মানুষটা অন্য আরেকজন মানুষকে ঠকাবে। এরপর তিনি আবার অন্য আরেকজনকে। মানুষগুলোর ছেলে সন্তানরাও একদিন বড় হবে। তারাও বড় হয়ে পরস্পর ঠকবাজি করে যাবে। আমাদের জন্মের পরপর আজান দেয়া হয়। আজান আদায় হয় অন্তিম সাজ বিদায়বেলায় জায়নামাজ দিয়ে। লেনাদেনা একদিন হবেই। মৃত্যুর জন্যেই আমাদের জন্ম। জন্মের ঋণ সোদ হবে মৃত্যু দিয়ে। তাহলে কি লাভ হয় আমাদের নিজেদের তৈরি করা ঠকে আমরা নিজেরাই ঘুরতে থাকি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫৭৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now