বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্ন

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X রাত ১ টা,,,, আমাকে বাসা থেকে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে,,, কোথায় জানি না,,এরা জবাব দিচ্ছে না আমার কোন কথার,,, অপহরণ করছে আমাকে??? করেও লাভ নেই,,আমার কোন আত্মীয় নেই,পরিবার নেই,,,আমি একা। মুক্তিপণের টাকা কেউ দিতে আসবেনা। চেহারাও চিনে ফেলেছি,,,হয়ত শেষ রাত আজ আমার পৃথিবীতে,,,, এমন হবার কথা ছিল না,, প্রতিদিনের মত আজো রাতে একটু মুভি দেখে দেরি করে ঘুমানোর চেষ্টা করছিলাম,,এমন সময় এরা এল,,, শুধু নামটা জানতে চেয়েছিল,,বলার সাথে সাথেই তাড়াহুড়ো করে আমাকে গাড়িতে তুলল,,, একজন আমার ঘর সার্চ করে চিকিৎসার জন্য ব্যবহৃত ব্রিফকেসটা নিয়ে এসেছে,,,কিছুই বুঝছি না।অবশেষে গাড়ি থামল,এরা আমাকে নামার জন্য ইশারা করল,,, আমি দেখলাম থানার সামনে দাঁড়ানো,,,সে কি? আমাকে পুলিশ ধরে এনেছে??? যতদূর জানি এমন কোন অপরাধ তো করি নি...ঢুকলাম থানায়,,, দেখলাম,,ওসি সাহেব ব্যস্তভাবে পায়চারি করছেন,,আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যেন,,, "আপনিই ডাঃ বিপু?" আমি বললাম,,"জ্বি" "ওহ থ্যাংকস গড,আপনাকে পেলাম,,আমরা একটা বড় সমস্যায় পড়েছি.." আমি অবাক হয়ে বললাম,,"বলুন কি সমস্যা,,," "আসলে আমাদের হেফাজতে একটা জোড়া খুনের আসামী আছে,,, বুঝেনই তো,,আমাদের এদের পেট থেকে কথা বের করতে একটু আধটু হাত চালাতে হয়,,, কিন্তু এই হতভাগা কোথা থেকে যেন বিষ সংগ্রহ করেছে,,রাতে খেয়ে তো প্রায় যায় যায় অবস্থা,,, এখন পরশু এর রায়,,,পাবলিক অলরেডি দেখেছে এর গায়ে আমাদের মাইরের দাগ আছে,,এই অবস্থায় এ যদি আত্মহনন ও করে,,সবাই বলবে পুলিশ পিটিয়ে মেরে ফেলছে,,, আপনি আমাদের বাঁচান,,ছেলেটাকে একটু দেখেন,,,,, " আমাকে এরা নিয়ে গেল ছেলেটার কাছে,,, গিয়ে অবাক হলাম,,, ধবধবে ফর্সা একটা ছেলে,,মুখটা মায়া মায়া,,,খুনের আসামি বলে মনে হয় না,,,সাদা শরীরে সাপের চলার পথের মত আকাবাকা লালচে দাগে ভরা,,, পুলিশের রোলারের আঘাতের দাগ,,, ছেলেটা ঘামছে,,,কাঁপছে,,মুখ থেকে ফেনা বের হচ্ছে ,, চোখের মণি ছোট হয়ে গেছে,,, বুঝতে পারলাম কি করতে হবে,,, পুলিশগুলোকে বললাম আমার কি কি লাগবে,,ওদেরকে ধরতে বললাম ছেলেটাকে,,,টেবিলের উপরেই একটা মৃদু আলোয় পেট পরিষ্কার করলাম,,ওষুধ ইঞ্জেক্ট করে দিলাম,,, এক ঘণ্টার চেষ্টায় ছেলেটা সুস্থ হল,,,পুলিশগুলো হাঁফ ছেড়ে বাঁচল,,, আমি সরে যেতে লাগলাম,,হঠাৎ করে ছেলেটা আমার হাত চেপে ধরে উদ্ভ্র


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৫৪ জন


এ জাতীয় গল্প

→ স্বপ্ন পূরণের ইচ্ছা
→ মায়ের স্বপ্ন
→ রাখালের স্বপ্ন (কোটিপতি)
→ স্বপ্নকে বাস্তব করতে হলে যেটা বাদ দিতে হবে আপনাকে
→ স্বপ্নদ্বীপে ভ্রমণ
→ নতুন স্বপ্ন
→ ছোট ছোট স্বপ্ন গুলো
→ একটি স্বপ্ন…
→ স্বপ্নের ডাইনী
→ আপনার স্বপ্নভঙ্গ করছে যে ৫ টি বদভ্যাস
→ আমার স্বপ্নের গল্পে তুমি(শেষ পর্ব ১৩)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১২)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১১)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১০)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব৯)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now