বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা ২ই বন্ধু একসঙ্গে ঘুরতে বের হয়। পথিমধ্যে এক বন্ধুবলে **১ম বন্ধুঃ জানিস ,আমি একজন ভালো শিকারি?২য় বন্ধুঃ জা বেটা ফাজলামি করিস না।১ম বন্ধুঃ সত্যি। আমি খুব ভালো শিকারি।তুই চাইলেপরিক্ষা করে দেখ।২য় বন্ধুঃ ঠিক আছে।ঐ যে দেখছিছ বাশ গাছটার ওপরেপাখির বাসাটা।ওটাকে তীর দ্বারা শই কর।১ম বন্ধুঃ আচ্ছা ঠিক আছে। (সত্তি সত্তিই সে তা শই করেনেয়)১ম বন্ধুঃ এবার বিশ্বাষ হয়েছে?২য় বন্ধুঃ আরে এটাতো সবাই পারে।ঐ যে দেখছিসপাখিটা ,ওর ঘাড়ে মারতো দেখি?১ম বন্ধুঃ আচ্ছা। (এইবার ও সে পাখির ঘাড়ে শই করল)১ম বন্ধুঃ এইবার বিশ্বাষ হয়েছে?২য় বন্ধুঃ আরে জা,ভুলে শই হয়েগেছে।ঐ যে আপেল ২টাদেখছিছ ঝুলে আছে। এর বুটাটাকে শই করতো দেখি ?(এইবার ও সে সঠিক নিশানায় মারে) ।১ম বন্ধুঃ এইবার?২য় বন্ধুঃ থাক থাক আর বলতে হবেনা। "আমার পরিপূর্ণবিশ্বাষ হয়েছে "।১ম বন্ধুঃ(১টি আপেল তুলে ২য় বন্ধুর নিকট যায়) আপেলটিতোর মাথায় রেখে আমি শই করতে চাই।২য় বন্ধুঃ আরে কি কছ,যদি আমার মাথায় লেগে যায়?১ম বন্ধুঃ তুই না পরিপূর্ণ ভাবে বিশ্বাষ করলি যে আমিপাক্কা শিকারী?২য় বন্ধুঃ আরে জা,সেটাতো এমনি বলছি ।।।এটাই হলো বর্তমান মুলমানের বৈশিষ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...