বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
*এক মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায়,এবং কিছুদিন পর ঐ মহিলার ১টি ছেলে হয়, মহিলাটিঅনেক কষ্ট করে তার ছেলেকে লালন করে এবং প্রাপ্তবয়ষ্ক হলে বিয়ে দেয় । বিয়ের কিছুদিন পর, ছেলেটি তারমায়ের সাথে খারাপ আচরণ করে এবং বাড়ি থেকে বেরকরে দেয় । তখন মহিলাটি কোন দিশা না পেয়ে ঐএলাকার মোড়লের কাছে বিচার দেয়, মোড়ল বিচারবসায়, এবং ঐ ছেলেটিকে বলে ঠিক আছে তোর মাকেতোর দেখাশোনা করা লাগবে না, তবে আমার ১টি শর্তআছে, ছেলেটি বলল কি শর্ত? মোড়ল বলল তোর মা তোতোকে ১০ মাস ১০ দিন পেটে রেখে জন্মদিয়েছে,তোরএই ঋণ শোধ করতে হবে,ছেলেটি শর্তে রাজি হল,মোড়লতার পেটে ১টা ইট বেধে দিয়ে বলল,এটা তুই ১০ মাস না ৩মাস তোর পেটে বেধে রাখবি তাহলে তোর অপরাধ ক্ষমাকরে দেওয়া হবে,এবং তোর মার দেখাশোনা আমি করব ।ছেলেটি মোড়ল এর কথায় রাজি হল এবং ইট বাধাঅবস্থায় চলে গেল। ইট বাধা অবস্থায় তার ১ ২ দিন ভালইগেল,কিন্তু ২দিন পর ইট তার কাছে ১০মন ওজন পাথরেরমতো লাগলো । তখন ছেলেটি তার ভূল বুঝতে পেরেমায়ের পায়ের কাছে পড়ে যায়,তখন সে বুঝতে পারে,১টিমা কি পরিমান কষ্ট সহ্য করে ১টি সন্তান জন্ম দেয় ।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...