বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Abdus Sattar(guest) (০ পয়েন্ট)

X প্রকৃত-ভালবাসা] প্রিয়া নিম্নমধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। নীরব উচ্চবিত্ত পরিবারের ছেলে। সারাদিন দুষ্টামি করে বেড়ায়। দুষ্টামিতেই একদিন সে প্রিয়াকে প্রপোজ করে বসে। . প্রথমে প্রিয়া রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। নীরব সবসময় প্রিয়ার সাথে কোনো না কোনো রকম ফাজলামো ও পাগলমো করতো। প্রিয়া সেগুলোকে খুব উপভোগ করতো। . একটি মেয়ে যখন বুঝে সে তার প্রিয় ব্যক্তিটির হৃদয়ে রাজত্ব করছে। তখন মেয়েটি নিজেকে দুনিয়ার সবথেকে সুখী মনে করে। প্রিয়াও তাই অনুভব করত। . প্রিয়ার ভালবাসা নীরবকে দায়িত্বশীল করে তোলে। . নীরব ঘুমাচ্ছে। হঠাৎ প্রিয়াকে নিয়ে একটি দুঃস্বপ্ন দেখে। যেখানে প্রিয়া আত্মহত্যা করে নীরবকে নিরবতায় ফেলে অজানা দেশে পাড়ি জমায়। সাথে সাথে চিতকার দিয়ে উঠে। . বাবা মা সবাই এসে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে? নীরব বলল একটি দুঃস্বপ্ন দেখেছি আর কিছু না। . সবাই চলে যাবার পর নীরব প্রিয়াকে কল করে। কিন্তু পিক করছে না। নীরবের হার্ট বিট বেড়েই চলছে। চিন্তায় অস্থির হয়ে উঠল। . বেশ কিছুক্ষণ পর কল রিসিভ করল প্রিয়া। ঘুমন্ত অবস্থায় বলল, কি হয়েছে বাবু! সাথে সাথেই ঝাড়ি দেয়া শুরু করল নীরব। কথাগুলো কান্না জড়িত হওয়ায় প্রিয়া কিচ্ছুই বুঝলো না। শুধু এইটুকুই বুঝলো যে নীরব কাদছে আর খুব ভয়ে পেয়ে আছে। . প্রিয়ার ঘুম হাওয়া হয়ে গেল। প্রিয় মানুষটিকে অস্থির দেখে কেউ ঘুমাতে পারে না। . কি হয়েছে বাবুটার? কাদছে কেন? কিছুটা অস্থিরতায় বলল প্রিয়া। নীরব বলল এতক্ষণ লাগে একটা কল ধরতে! আমি কতটা ভয় পেয়েছি জানো! প্রিয়া বলল,আরে বাবা, আমি তো ঘুম যাচ্ছিলাম। > আমি কালই দেখা করতে চাই। < আচ্ছা বাবু করব। কিন্তু কি হয়েছে সেটা তো বলবা, নাকি? > কাল বলব এখন ঘুমিয়ে পড় বাবুনিমনি। < ওকে। বাবুমশাই . কল কেটে ঘুমের সাথে যুদ্ধ শুরু করল নীরব। কিন্তু আসছে না। ওদিকে প্রিয়া জানালা দিয়ে আকাশের পানে তাকিয়ে মনে মনেই হাসছে আর বলছে, বড্ড পাগল একটা ছেলে নীরব। এই মাঝরাতেও সে তাকে নিয়েই চিন্তা করে। প্রিয়া নিজেকে অনেক সুখী ভাবছে। . সকালে পার্কে এসেই দেখে নীরব হাজির। প্রিয়া সামনে যেয়ে হাই বলার সাথে সাথেই নীরব প্রিয়াকে জড়িয়ে ধরে কাদতেঁ শুরু করে। . < এই কি হচ্ছে এসব! বাচ্চাদের মত কাদছ কেন? নীরব কেদেই যাচ্ছে। < ওকে তাহলে তুমি কাদতেঁ থাক। আমি গেলাম। নীরব চুপ হয়ে গেল। . < কি হয়েছে খুলে বল তো। (প্রিয়া) > আগে তুমি কথা দাও, আমি যা বলব তুমি তা শুনবে। < আমি তোমার কোন কথাটা শুনি নাই


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৪৭ জন


এ জাতীয় গল্প

→ নিঃস্বার্থ ভালবাসা (A Pure Love)
→ ভয়ংকর_ভালবাসা
→ ভালবাসার অভিনয়
→ পিছে পিছে ঘুরে একটু ভালবাসার আশায়
→ পবিত্র ভালবাসা
→ একটি অন্ধ মানুষের ভালবাসার গল্প
→ ♦♥ভালবাসার প্রতিদান♥♦
→ ভালবাসার বিয়ে।
→ ভালবাসা দিবস
→ ভাইয়ার ভালবাসা গল্প
→ ভালবাসা মানে কি?
→ সম্পদ,সাফল্য ও ভালবাসা
→ অসহায় ভালবাসার আত্মকাহিনী
→ না বলা ভালবাসা
→ ভ্রুম ( অদৃশ্য ভালবাসা-শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now