বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছাত্রের ফাঁদে ইন্সপেক্টর

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X কুলতলা বয়েজ স্কুলে ইন্সপেক্ টর আসবেন। তাই মাস্টার মশাইরা বড়ই ব্যস্ত হয়ে পরেছেন। বিশেষত অঙ্কের স্যার। আগের দিন ক্লাসে ক্লাসে ঘোষণা জারি-- সকলে পরিষ্কার ইউনিফর্ম পরে আসবে, পড়া শিখে আসবে, বদ মাইসি করবে না, খারাপ- ভালো সবাই মিলে মিশে বসবে ইত্যাদি। পরের দিন যথা সময়ে ইন্সপেক্টর উপস্থিত। ক্লাস এইটের অঙ্ক ক্লাসে হাজির। কথামত ছেলেরা চুপচাপ বসে। ওদিকে প্রধান শিক্ষক ও গণিতের শিক্ষক তটস্থ। ইন্সপেক্টর প্রশ্ন করলেন 'আচ্ছা বলোতো একটি ট্রেন দিল্লি থেকে মুম্বাই গেল ৭৫ কিঃমিঃ বেগে,আবার আর একটি ট্রেন চেন্নাই থেকে কলকাতা আসল ৭০ কিঃমিঃ বেগে,তা হলে আমার বয়স কত? এমন প্রশ্ন শুনে ছাত্রদের মাথায় হাত, শিক্ষকদ্বয় ঘেমেনেয়ে একাকার। আসলে এ প্রশ্নের উত্তর বোধ হয় আইনস্টাইনের ও অজানা। যাইহোক ছেলেদের মধ্যে একজন অনেকক্ষণ বাদে হাত তুলেছে দেখে ইন্সপেক্টর তো ভারি খুশি। কিন্তু শিক্ষকদ্বয় ভারি বিব্রত। কারণ ছেলেটি একেবারে বিচ্ছু। তার নামও আবার বিট্টু। বিট্টু উত্তর দিল--'স্যার আপনার বয়স ৪৪ বছর।' ইন্সপেক্টর যার পর নাই অবাক--সত্যই তার বয়স ৪৪। তিনি বিট্টুকে জিজ্ঞাসা করলেন 'কী করে বললে ? ' বিট্টুর উত্তর--'খুব সোজা স্যার। আমাদের বাড়িতে আমার এক মাসতুতো দাদা আছে, তার বয়স ২২, সে হাফ পাগল। আর আপনি ফুল পাগল তাই ২২- এর ডবল ৪৪।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০০৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now