বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কবিরাজের দর্শণে
—রিয়েন সরকার
এক
৪ নভেম্বর ২০১৬ রাত ৯ টা ১৩
এই মাত্র মা-বাবার কাছ থেকে জানতে পারলাম আমাকে কবিরাজের কাছে নেয়া হবে ৷ এর আগেও অনেক বন্ডো কবিরাজের কাছে গিয়েছি কিন্ত কোন কাজ হয়নি ৷ যেমন আমি তেমনই রইছি ৷ হয়ত প্রশ্ন জাগতেছে কী হইছে আমার ? উত্তর খুব ছোট D.M.D ৷ নাম ছোট হলেও রোগ কিন্তু ছোট না ৷ এটার এমন রোগ যা শরীলের পেশি গুলা সঠিক পুস্টি নিতে দিতে দেয় না ৷ এই রোগের ৫ দাপমৃত্যু ৷ ধাপ গুলা হল
১. ১ বছর থেকে ৭ বছর সম্পূর্ণ ভাল ৷
২. ৮ থেকে ১৪ পায়ের গোড়া মাটিতে না ফেলে হাটা ৷
৩. ১৫ থেকে ২০ হোঈল চ্যায়ারে বসে পাড় করবে ৷
৪. ২০ থেকে ২৪ শুয়ে থেকে ৷
৫. ২৪ থেকে ২৫ মৃত্যুরের জন্য অপেক্ষা ৷
আমি এখন তিন নাম্বার ধাপে মাঝা মাঝি আছি এবং হুইল চেয়ারে বসে আছি এবং মাস্থ আছি ৷ হাটতে না পাড়ায় স্কুল নাই যার ফেলে পড়াও নাই ৷ একটা স্মার্ট ফোন একটা লেপ্টপ এবং একটা টিভি জোগার করে ফেলেছি রোগের মায়া দেখিয়ে মা-বাবা কে ৷ এই রোগের ডাক্তারি চিকিৎসা না থাকায় কবিরাজ এর পেছনেই ঘুরতে সে বন্ড হোক আর ভাল হোক ৷ এটা হবে আমার ১০ম কবিরাজ এর সাথে দেখা করার ৷ হয়ত ভাল হয়ে যাব না হয় বাকি গুলার মতো যেমন ছিলাম তেমনই থাকব ৷ ওহ্ ৯ টা ৩০ বেজে গেছে Bigg Boss 10 শুরু হয়ে গেছে পরে কথা হবে ৷ আজ ইন্ডিয়া বালে বনাম সুপাস্টারের মধ্যে ফাটাফাটি লড়াই হবে এইরে শুরু হয়েই তো গেল ৷
[চলবে...]
(আমার বয়স ১৬ ৷ গল্প লেখা হিসেবে আমি খুব ছোট ৷ তাই কেমন লাগল আপনাদের আমি জানি না ৷ তবে আসা করি ভাল লেগেছে ৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now