বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শ্রদ্ধার দাম

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X "শ্রদ্ধার দাম" লিখার চেষ্টায়ঃ লোপামনি . শ্রদ্ধার দামে ফুল কিনে সেই ফুল পদতলে দুমড়ে মচড়ে চিপায় চাপায় ভাষাপ্রেম এর ভাষাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তুমি কে ঠুমি করে শাড়ি আর পাঞ্জাবিতে শত মানুষের ভিড়ে আটকে অশ্লীলতার ছড়াছড়ি কি দরকার? ফুল না কিনে কিছু অন্ন কিনে ক্ষুদার্থ দের খাইয়ে ধন্য হও। যেই যে ধর্মেরই হও প্রার্থনার হাত সৃষ্টিকর্তা বরাবর বাড়াও। যত শিক্ষাই অর্জন কর নিজ ভাষাকে তুমি থেকে ঠুমি না বানিয়ে এই তুমি টাকেই বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলে ধরার সাহস দেখাও। নিজেকে ঢাকা চট্টগ্রাম সিলেট এ না ভাগ করো বলো আমি বাংলাদেশী। আমরা জীবনের বিনিময়ে মুখের ভাষা পুরো বিশ্বে স্বীকৃতি দিতে জানি। আমরা দেশকে মায়ের সাথে তুলনা করি। আমরা ফুলের দামে শ্রদ্ধা কিনে তারপর সেই ফুল পদতলে ফেলে শ্রদ্ধা উপচে ফেলবো না। কোনো মেয়েকে হতে হবে না বিশেষ দিনে ব্যাড টাচ এর স্বীকার। বিশেষ দিনকে শ্রদ্ধার বদলে ঝোপের আড়ালে হতে হবে না কলঙ্কিত। নাজায়েজ ব্যাপারগুলো থেকে তরুন তরুনীদের থাকতে হবে বিরত। ভাষা প্রেম থেকে দেশপ্রেম ব্যাপারটা চলে আসে। আর যখন দেশপ্রেম ব্যাপারটা চলে আসবে তখন দেশ এর মানুষগুলোর উপর শ্রদ্ধাবোধ জাগবে। তখন এক হাতে ফুলের শ্রদ্ধা আর আরেক হাত ব্যাড টাচ এর আশায় থাকবে না। শাড়ি তে দেহ প্রদর্শন না নারী শাড়িকে করবে নিজের সৌন্দর্যকে ঢাকার আবরন। তখন বাংলা ভাষা দেশ প্রেম ভাষাপ্রীতি দেখানোর প্রয়োজন নাই। সবাই দেখলেই বুঝে ফেলবে এরাই বাংলাদেশী। ভাষাপ্রীতি দেশপ্রেম যখন মনে ধারন করা হবে তখন গর্ব করে বলতে ইচ্ছে হবে হ্যা আমরা বাংলাদেশী। . "আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা" gj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৬০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now