বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্কুল পালানোর একটা মজার গল্প!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD.Belal Hosan (০ পয়েন্ট)

X বেশ কয়েক বছর আগে আমার একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। ক্লাস এইটে পড়ি। স্কুল পালানোর একটা দিনের ঘটনা। তখন জিলা স্কুল এর তিন তলায় ক্লাস চলতো। সেই সময়ে আবার স্কুল পালানোটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। আমি অবশ্য পালাইলে কখনও একা পালাইতাম নাহ, সব সময় ৫/৬ জনকে নিয়ে পালাইতাম। নামাজের পিরিয়ডে ভাবলাম আজ পালাবো। পালাবো যেহেতু তাই আমি সবার ব্যাগ নিয়ে এক জায়গায় জমা করলাম। হঠাৎ এক পোলা আইসা বলে, ''মামা আমিও আজ তোগো লগে পলামু। আমি আগে কোন দিনও পালাই নাই।'' আমি কইলাম ''আচ্ছা! তুই এক কাম কর। তুই নিচে যায়ে খাড়া। আমি একটা একটা কইরা ব্যাগ ফালাই!" পোলা গেল। আমার কথা মত নিচে দাড়ায়ে আছে। আমি সবার আগে আমার ব্যাগটা ফেলে দিলাম, তারপর একটা একটা করে সবারটা। আল্লাহর কি কাম! হঠাৎ দেখি বদিরুজ্জামান স্যার আর শংকর স্যার দুই জনই বেত নিয়ে ওই পোলার ঘাড় ধইরা নিয়ে যাইতেছে। জানালা দিয়ে এই দৃশ্য দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে! কিছু না ভেবেই দৌর দিয়ে তিন তলা থেকে নিচে নাইমা স্যার দের রুম এ ঢুকলাম। দেখি, নাজমুল স্যার বসে আছে। আমি স্যারকে কইলাম "স্যার কেডা জানি আমার ব্যাগ টা লইয়া তিন তালা থেইকা ফালায়ে দিছে।'' আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই দেখি বদিরুজ্জামান স্যার কয়েকটা ব্যাগ আর ওই পোলারে কানে ধইরা স্যারদের রুম এ আনছে। আমি তখন কইলাম ''স্যার ওই যে, ওইটা আমার ব্যাগ!!" স্যার আমারে কইলো ''তুমি তোমার ব্যাগ টা নিয়ে ক্লাস এ যাও।'' ব্যাগ টা নিয়ে আমি বারান্দা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে হেঁটে আসতেই বেতের বাড়ির আওয়াজ শুনলাম। পরক্ষনেই পোলায় "উহ...আহ...'' চীৎকার করতেছে!!! ঘটনার পরদিন পোলার সাথে আমার দেখা। পোলা আমারে জিগায়, ''মামা তুই এইডা কোন কাম করলি!!??" আমি কইলাম ''মামা এই লাইনের ভার্জিনিটি হারাইতে একটু কষ্ট তো করা লাগেই!!"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১২৫৩ জন


এ জাতীয় গল্প

→ স্কুল পালানোর একটা মজার গল্প!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now