বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার জীবনের গল্প

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sohan rana (guest) (০ পয়েন্ট)

X আমার নাম সোহান ইন্টারে পড়ি আমি যখন ছোট ছিলাম ক্লাস 3তে পড়ি.! তখন ভালোই যাচ্ছিল দিনকাল মা বাবা তিন ভাই এক বোন ছিলাম..! কিন্তু সবার মধ্যে আমার মায়ের খুব সমস্যা ছিল অনেকদিন ধরে,! আমরা সদস্য তখনও আমাদের জীবনে কষ্ট ছিল..! ফোর ফাইভ ৬ ভালোই যাচ্ছিল..? যখন আমি সেভেনে উঠলাম তারপর হঠাৎ তখন আমার জীবনের এসে গেল এক বড় ধাক্কা..! সেই দিনে আমি স্কুলে ছিলাম কেন জানি মনে হল আমার পরিবারের কারো কিছু একটা হয়েছে..? তারপর আমার মনটা ছটফট করতে লাগলো..? আমার বড় ভাই মাসুদ হেড স্যারের কাছে গেল এবং আমাদের ছুটি নিয়ে দিল কিন্তু সে বলে না যে আমাদের কি সমস্যা হয়েছে বাসায়...? পরে বাসায় এসে জানতে পারলাম আমার মা আর এই পৃথিবীতে নেই..????????? তারপর আমার চোখ টলমল করতে লাগলো মুখ দিয়ে কথা বের হচ্ছিল না ..! চোখ দিয়ে এমনিতেই পানি ঝরতে লাগলো..! তবে আমার মার ঘটনাটা বলি আমার মার সমস্যা অনেক দিন থেকেই.! অনেকদিন থেকেই সমস্যায় ভুগছিল! আমার মা সমাটা হচ্ছে নার চিকন হয়ে গেছিল. যাইহোক আমার মাকে যখন প্রথম রংপুরে নিয়ে যাওয়া হয়েছিল তখন প্রথম অপারেশন করেছিল..! আমার মার কিন্তু চারটা অপারেশন করেছিল..! যাই হোক প্রথম অপারেশন করার পর ভালোই চলছিল এক বছর তারপরে আবারো সমস্যা দেখা দিল দ্বিতীয়বারের মতো আবার রংপুরে নিয়ে যাওয়া হল এবং আবারও আগের মত অপারেশন করা হলো..! আবারো এক টানা ছয় মাসের মত ভালো ছিল..? তারপর আবারো রংপুরে নিয়ে যাওয়া হল..! তারপর আবারো অপারেশন করল করার পর বাসায় নিয়ে আসা হল তারপর... বাড়িতে নিয়ে এসে আবার সমস্যা শুরু হলো সমস্যাটা হচ্ছে আমার মায়ের পেটে চাকু রাখছিল ভুল করে ???????????????? তখন প্রতিবাদ করার মতো কেউ ছিলনা..! কারণ আমার বড় ভাইয়েরও অত একটা বুঝ ছিল না এবং আর একটা বিষয় আমাদের পাশে কেউ ছিল না..! তখন অভাব ছিল খুব একজনের কাছে টাকা চাইছিল লোকটা যে কথা বলছিল সারা জীবন আমার মনে থাকবে যে...... ওটা মরুক বাঁচবে আর কয়দিন....... এভাবে বলছিল যাই হোক তার পরে পরেই আমার মা মারা গেল ???????????? তারপর আবারো রংপুর নিয়ে যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম সেই দিনেই আমার মায়ের জীবনে শেষ দিন ছিল..! আমি ভাবতে পারিনি যে আমার মা মারা গেছে জীবনে বিশ্বাস করতে পারছিলাম না যখন এম্বুলেন্সে করে নিয়ে আসলো তখন বুঝতে পারলাম যে আমার মা নেই আর পৃথিবীতে তখন থেকে শুরু হলো আমাদের জীবনে কষ্ট তবে এখন আর কষ্ট কষ্ট মনে করিনা মেনে নেই সব কিছু এই দুনিয়াটা এরকম আগে জানতাম না


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮২ জন


এ জাতীয় গল্প

→ আমার জীবনের গল্প
→ আমার জীবনের বৈপ্লবিক পরিবর্তন – একজন মুসলিম বোনের গল্প!
→ আমার জীবনের গল্প (পর্ব-১)
→ আমার জীবনের প্রথম প্রেমপত্র পাওয়া আবার নিজে সেই প্রেম পত্র চুরি করার গল্প.................

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now