বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়ের প্রতি লুকায়িত ভালোবাসা

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X মায়ের প্রতি লুকায়িত ভালোবাসা নাফিজ আহমেদ,, দূরের ঐ নীল আকাশ দিয়ে এক ঝাঁক শালুক মুক্ত বাতাসের খোঁজে স্বাধীন ডানা মিলিয়ে উড়ে যায় কোন এক অজানা অচেনা শহরে। আমারও আচমকা ডানা থাকলে আমিও উড়ে চলে যেতাম তোমার শহরে। এক নজরে তোমার মায়াবী অবয়ব টা অবলোকন করে প্রত্যাবর্তন করতাম নিজ স্থানে। মাঝে মাঝেই জোসনা ভরা রাতে স্বপ্ন জগতে তোমাকে দেখি "মা,, না জানি কখন আসবে সেই প্রহর টা আগমন করব তোমার নিকট। হৃদয়ের অতল গহব্বরের একটাই জল্পনা কল্পনা তাড়া দিচ্ছে বারংবার কখন ফিরবো আপন নীড়ে। হয়তোবা কাক ভেজা বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে দন্ডায়মান হব তোমার সম্মুখে। বৃষ্টির বারিধারা চক্ষুদ্বয়ের পাশ দিয়ে গড়িয়ে আপন করে নিবে জমিনকে। আমাকে হঠাৎ দেখে তোমার চোখের কোনায় জমবে এক রহস্যময় জল। তুমি আমার দিকে এক নাগারে চেয়ে থাকবে। বৃষ্টির মাঝে উত্তরের হৃদয় জুড়ানো বাতাস আলতো করে ছোঁয়া দিয়ে হারিয়ে যাবে আপন গন্তব্য। তুমি তোমার ওরনার আঁচল দিয়ে আলতো করে মুছে দিবা আমার মাথা। আমার হৃদয়ের মধ্যেখানে আনন্দের জোয়ারের উচ্ছাসে কম্পন সৃষ্টি করবে স্বপ্নের ধরনী। কবে আসবে সেই সময়। কবে বিচরণ করব সেই ভূমি। যেখানে দৈনিক পড়ন্ত বিকালে উপস্থিত হয়ে অবলোকন করতাম সৃষ্টিকর্তার মহান সৃষ্টি সমূহকে। পড়ন্ত বিকালে ডুবন্ত সূর্য দেখতে কতই না ভালো লাগতো! আজ কতদিন হয়ে গেল দুচোখ ভরে দেখিনি পূর্ব দিগন্তে উদিত রক্তিম লাল রবি। কবে দেখব সেই দৃশ্য! নিকষ কালো আধারে ঘেরা রজনীতে জানালার পাশে উপবিষ্ট হয়ে কতই না উপভোগ করেছি জোসনা ভরা রজনীকে। একাকী নিশাচর রাতে কতই না হেঁটে অবলোকন করেছি নিরব নিস্তব্ধ প্রহরগুলোকে। আজও অপেক্ষায় অপেক্ষমাণ হয়ে আছি ঐ মূহুর্তের যখন আমি মিথ্য অভিমান করে শায়িত থাকব আপন বালিশের উপর মাথা দিয়ে,তুমি পশ্চাৎ দিক থেকে মায়াবী কন্ঠে বলে উঠবা আয় বাবা খেয়ে নে। বলবা তো মা! মাঝে মাঝে হৃদয়ের গহিনে ভাসমান সাগরের ন্যায় প্রস্ফুটিত হয়ে ওঠে তোমার মায়ায় ভরা মুখখানা। তোমার জন্য এত ভালোবাসা হৃদয়ে লালন করে রেখেছি সেটা হয়তো নীড় ছাড়া না হলে কখনোই অবহিত হতাম না। আমি জানি তুমি প্রতিটা মূহুর্তে স্মরণ কর আমাকে। হয়তো আমার কথা তোমার মনে পড়ে প্রতিটা মূহুর্তে। কিন্তু তুমি সেটা লেখায় বা ভাষায় ব্যাক্ত করতে পারো না। মা অপেক্ষা কর আর কিছু প্রহর পরেই উপস্থিত হব তোমার সম্মুখে। "ইনশাল্লাহ,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now