বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবনের শেষ কথা

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Rayhan(guest) (০ পয়েন্ট)

X আমি রায়হান আমার বয়স তখন 19 আমি দুই দিনের পরিচয় মাএ একটা মেয়ের সাথে কোনো কিছু না ভেবে আবেগে পরে বিয়ে করছি তবে শুনুন পুরো গল্প টা আসলে মেয়েরা এমনই হয় একটা ছেলের সাথে রিলেশন ছিলো আমার বউয়ের বিয়ের দুই দিন আগে ও ছিলো ছেলেটা ছেড়ে গেছে তো সাথে সাথে আমাকে বেছে নিয়েছে জাই হক আমার সাথে বিয়ে করার জন্য কথা বলছে আমি বলছি আসতে সে আসছে আমি আর আমার কাকাতো ভাই গিয়ে নিয়ে আসছি কোনো কিছু না ভেবে তার পরে আমার ভাই ওদের বাসায় নিয়ে গেছে আমার রাজি ছিলো ওর মাকে কল দিয়ে আনছে তো ওর মার আমাকে পছন্দ হয় নাই কিন্তু তাতে আমার কষ্ট নেই আমাকে তো আমার বউ পছন্দ করছে তো আমাদের বিয়ে টা হলো আমার বোনের বাসায় পথম রাত কাঠালাম পরের দিন আমি শপিং করতে নিয়ে গেছে শপিং করলাম তার পরে তাকে আমার কাকা দিয়ে আসছে তখন তার মা আসতে দিবো না সে আসছে তার পরে আমরা বাড়ি চলে গেলাম এক মাস থাকলাম আমার ভাবির সঙ্গে ইকটু মুক কালাকালি হয়েছে তাই আমরা আবার ঢাকা এসে রুম নিলাম আমি রাজমিস্ত্রী কাজ করি আর তাকে গামেনস দিলাম এর বিতরে আমাদের অনেক জগডা হয় মারামারি হয় তো কয় দিন পরে জানতে পারি সে একটা ছেলের সাথে রিলেশন করে তো আমি কিছু বলি নি চুপ করে ছিলাম আমাকে অন্য একজন বলেছে তাই তার পরে ঈদের একদিন আগে আমাদের মাঝে জগড়া হয় সে পালিয়ে যায় আমি অনেক জায়গায় ঘুচছি একসপ্তাহ পানি ছাড়া কিছু খাইনি তার মাকে জিগ্যেস করলে বলে সে আসে নাই আমাকে অনেক গালাগালি করছে কিন্তু আমি জানতে পারলাম আমার বউয়ের ভাইয়ের কাছে সে বরিশাল গেছে আমি তার পা দরে বাকি ছিলো আনার জন্য অনেক হাত জর করছি সে আমাকে উগনর করছে সে আসবে তখন আমি একটা সমস্যা পরছিলাম কি করবো কিছু পাইছিলাম না তখন সে রাজি হলো সে নারায়ণগঞ্জ থাকবে আমি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম তার মা দিতে চায় নাই তারপর বেশ কিছু দিন ভালো কারছিলো আবার সুরু করছে ছেলেদের সাথে কথা বলা আমি জানতে পারি তার মা তাকে সাহায্য করে তার আমি রাগ করে চলে গেছি তার ভাই আমাকে আনছে তার মায়ের পা দরে খমা চাইছি আমাকে লাতি মারছে তার পরে বেশ কয়েকটি দিন ভালো ছিলো আবার সুরু করলো আসলে এভাবে আমার জর নিয়ে কাজে জেতে বলে আর মানুষের সামনে আমি যদি গা হাত তুলি রাগের মাথায় আমাকে মারে এটা আমার জিবন কিন্তু এর মা আজকে আমার ফ্যামিলি নিয়ে কয়টা কথা বলছে আমার বউ কোনো পতি বাদ করে নাই আমার ফ্যামিলি নাকি মেতরের বাচ্চা তাই অনেক হয়েছে আমার বুঝতে পরবি একদিন রায়হান কি ছিলো তোকো অনেক ভালো বাস সে কিন্তু তোর ব্যাবহারে আর থাকতে পারলাম না আমারা এখানে আমাদের জীবন শেষ এক সাথে চলা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৩ জন


এ জাতীয় গল্প

→ জীবনের শেষ কথা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now