বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখক:আইনুল হক কাসিমি
সেলিব্রেটিদের প্রেমে মজে যাওয়া
মেয়েগুলো মানসিক বে_শ্যা হয়।সেলিব্রিটি ছেলেদের ইনবক্সে মেয়েদের যে পরিমাণ মেসেজ আসে, তা কল্পনাও করতে পারবেন না। সেলিব্রিটি লোকটা হুজুর হলে তো কথাই নেই; হিজাবি ন_টিদের নানান ছুতোয় মেসেজিং শুরু হয়! গোপনে বিয়ে; এমনকি হারামভাবে ফিজিক্যালি সম্পর্কেও এরা উদগ্রীব হয়ে ওঠে!
কিছুদিন পরপর স্ক্যান্ডাল ফাঁশ হয়। সকলেই সেলিব্রিটিকে ধুয়ে দিতে শুরু করে। সেই সেলিব্রিটি হুজুর হলে তো কাম সারছে! কিন্তু এই জায়গায় আমি ব্যতিক্রম; নটদের নিয়ে কথা বলতে নারাজ আমি। আমি ন_টিদের নিয়েই কথা বলার পক্ষে। কিন্তু কেন...?
সেলিব্রিটি ন_টদের নষ্টামির পেছনে ন_টিদের ভূমিকা মোটেও কম নয়। সব জেনেবুঝেই তারা গোপনে প্রেম করে। পরকীয়া করে। বিয়ে করে। তাদের বিয়ে করার জন্য কি আর কোনো পুরুষ নেই? ন_ট সেলিব্রিটিদের দুইদিনের বউ হবার জন্য ন_টিরা এত কাঙালিনী কেন?
প্রবলেমটা হলো, মেয়েরা খ্যাতির পাগল। সেলিব্রিটি ছেলে দেখলেই খাতির জমাতে চায়। এটা তাদের একটা মারাত্মক সমস্যা। সব মেয়েরা এরকম নয় অবশ্য। এরা কি বুঝে না, জীবন-সংসার করার জন্য এই সেলিব্রেশন মোটেও কাজ দেবে না; কাজ দেবে একজন পুরুষের গুণ, চরিত্র, কর্ম ও ব্যক্তিত্ব। এসব সেলিব্রিটির প্রেমিকা বা বউ হয়ে তারা কখনও স্ত্রীর মর্যাদা পাবে না। বদচরিত্রের সেলিব্রেটিদের কাছে তারা মধুমক্ষিকা হয়েই থাকবে শুধু!
কত দীনি সিস্টার আছে, ক্রিকেটার মুশফিকুর রহিমের জন্য দিওয়ানা। স্বপ্নে হুদাই মুশফিককে নিজের প্রেমিকপুরুষ বানিয়ে দিন গুজরান করছে। একাধিক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে; কোনো পুরুষকেই আর ভাল্লাগেনা! অথচ, বেচারার এদিকে কোনো খবরই নাই। বেচারার তার বউ ও বাচ্চাকাচ্চা নিয়ে সুখেই আছেন। কেউ কেউ তো অন্য কোনো ক্রিকেটারের জন্য পাগল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্রিকেটারের বউ দেখে অনেকে জ্বলেপুড়ে ছারখার!
পাকিস্তানের শহিদ আফ্রিদির জন্য শুধু বাঙালি নয়; গোটা বিশ্বের কত কত যুবতী যে পাগল, সে হিসেব রাখা দায়! আর বলিউডের স্টার সালমান খানের জন্য বিশ্বের কত মেয়ের ঘুম যে হারাম, সেই হিসেবটাও নেওয়া মুশকিল! আরে কিছুদিন আগেও ফেসবুকে হাসানাত আর উম্মে আবদুল্লাহর ইসলামি লুতুপুতুর ভিডিও দেখে কত কত দীনি বোন যে হাসানাতের ক্রাশ খেয়েছিল, সে কথা আর না-ই বা বললাম!
শুনেছি, জনপ্রিয় বক্তা জনাব মিজানুর রহমান আজহারিও হাজারও লাখো দীনি বোনের স্বপ্নের মানুষ ছিলেন। তিনি দেশ ছেড়ে চলে যাওয়াতে তাদের কেউ কেউ চোখেরজল বিসর্জন দিয়ে ভিডিওবার্তা দিয়েছেন! সম্প্রতি আরজে কিবরিয়া ভাইয়ের এপিসোডগুলো যারা দেখেন, তারা নিশ্চয় জানেন, ঢাকার কলেজ পড়ুয়া এক সুন্দরী মেয়ে কীভাবে রেডিওর আরজেকে না দেখে তার মধুর মধুর কথায় মুগ্ধ হয়ে ভালোবেসে, পরে বাস্তবে কালো, বেটে, টেকো মাথার ভুঁড়িওয়ালা ওই আরজেকে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে আজও লাপাত্তা!
বিভিন্ন শিল্পীগোষ্ঠীর এমন কোনো শিল্পী নেই, যার অসংখ্য-অগনিত মেয়েভক্ত নেই। এতে শিল্পী সেটা জানেন বা না-জানেন। বিশেষ একটি শিল্পীগোষ্ঠীর বেশিরভাগ ফ্যান হলো দীনি সিস্টাররা। কোনো কোনো সিস্টার তো এমন যে, তার প্রিয় শিল্পীর গজল শুনতে শুনতে ঘুমান। জাগার পরও আবার শুনেন। এভাবে দিনদিন ক্রাশ খান। সখীদের কাছেও তার ক্রাশের কথা জানান। এই বোন আবার গোপনে সেই শিল্পীর আইডি বা পেইজে গিয়ে নক করে নিজের ভালোলাগার কথা জানান। ব্যস, এখান থেকেই যাত্রা শুরু হয়!
ফেইসবুকেও আমাদের অনেক ইসলামিক সেলিব্রেটি আছেন। তারাও কমবেশি এই বিড়ম্বনার শিকার। তাদের স্পাম মেসেজ লিস্ট চেক করলে আপনার চোখ কপালে উঠবে। এত এত দীনি সিস্টারের মেসেজ! কেউ সালাম-কালাম বা হাই-হ্যালো বলে মেসেজ দেন, কেউবা এটা-সেটা জানার অজুহাতে খাতির জমাতে চান। নামকরা এক সেলিব্রেটি ভাইয়ের অবস্থা তো পাগল হবার মতো ছিল। কত হাজার মেসেজে তার আজও চেক করে দেখা হয়ে উঠেনি। তিনি বিয়ে করেছেন। তো দীনি সিস্টাররা তার বউয়ের নামটা জানার জন্যও হাপিত্যেশ করেন। সেই ভাগ্যবতী মেয়েটা কে- সেটা জেনে আফসোস করার লাগি!
বোনদেরকে বলি, আপনারা আপনাদের আবেগের মুখে লাগাম দেন। প্লিজ, কোনো স্টারের চাকচিক্য দেখে নিজেকে বরবাদ করবেন না। তাকেও বরবাদ করতে সহায়ক ভূমিকা পালন করবেন না। কোনো কুপুরুষকে আপনার আবেগ ও সরলতা নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না। ভেবেচিন্তে সৎ, কর্মঠ, যোগ্য, চরিত্রবান, ব্যক্তিত্বসম্পন্ন ও দীনদার কাউকে জীবনসঙ্গী হিসেবে পাবার জন্য দুআর আমল চালিয়ে যান। ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ঠকাবেন না। তিনি কাউকে ঠকান না।
এসব আলতুফালতু সেলিব্রেটি ও স্টারদের নিয়ে আকাশকুসুম স্বপ্ন দেখা ছাড়ুন। আবেগের রঙিন ফানুশ না উড়িয়ে, বাস্তবতার পাখনায় উড়তে শিখুন। আবেগ দিয়ে জীবন চলে না; জীবন চলে বাস্তবতা দিয়ে। এটা বুঝতে চেষ্টা করুন।
আপনাকে যে স্ত্রীর মর্যাদা দিয়ে, ভালোবাসা দিয়ে সুখে রাখবে, সেই স্বামীই আপনার জীবনের প্রকৃত সেলিব্রেটি। এমন কাউকেই খুঁজুন।
মনে রাখবেন, এসব কথিত সেলিব্রিটি আপনাকে বড়জোর মৌরানি হিসেবেই দেখবে, বউরানি হিসেবে নয়!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now