বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখিকা: তাহিরা'র মা
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতিকে বিশেষত নারীকে তার মাতৃত্ব বা মায়ের মন এটা জন্মের সাথে সাথেই দিয়ে দিয়েছেন।
কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ছোট্ট একটা মেয়ে তার জুতো জোড়া কে ঘুম পাড়াচ্ছে, আবার কোলে তুলে আদর করছে। এটা সে নিজের মনেই করে যাচ্ছে। অন্য কোনোদিকে খেয়াল ই নাই।
মেয়ে বাচ্চাদের জীবনের প্রথম খেলা বোধহয় মায়া,মমতা, যত্ন দিয়েই শুরু হয়।
একটা লেখা পড়লাম মেয়েরা ছোট থেকেই মা।
নিজে মা হবার সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। বুঝ হবার পর থেকে একজন আদর্শ মা হবার ইচ্ছে ছিলো।
মায়া, মমতা কতোটা দরকার একটা মানুষের জীবনে। এটা হয়তো যাদের আছে তারা বুঝে না বা বুঝতে চেষ্টা করেনা। অনেকে আবার বুঝেও। কিন্তু যাদের নাই ... তারা খুব বেশি করেই বুঝতে পারে।
জীবনে একটা সময়ে এসে মা হয়ে যায় মেয়েরা । নিজের সন্তান আসে। দায়িত্ব আসে। সন্তানকে যত্ন নিয়ে,আদর করে , ভালোবেসে, ভুল গুলো সংশোধন করে উপযুক্ত আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা একজন মায়ের মেইন চিন্তা হওয়া দরকার।
আমি দোয়া করি দুনিয়ার সকল সন্তান ভালো থাকুন, যত্নে থাকুক। আমাদের গাজার, প্যালেস্টাইনের শিশুদের আল্লাহ হেফাজত করুন।আমীন।
শিশুদের হেফাজতের দু‘আ
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্।
আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে।
বুখারী হাদীস নং-৩৩৭১ সুনান তিরমিযী হাঃ ২০৬০
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now