বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আজ কেন মা দূরে

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X আজ কেন মা দূরে নাফিজ আহমেদ,, মা শব্দের ভিতর যে কি মধু মিশ্রিত তা হয়তো লিখে প্রকাশ করার নয়। এখন মাঝে মাঝে উপলব্ধি করি। মধ্য রজনীতে দুচোখের পাতা কেন জানি এক হচ্ছে না। আজ মায়ের কথা অনেক বেশি মনে পড়ছে। আসলে যাদের মা কাছে থাকে না কেবল তারাই বুঝে মা কতটুকু কাছে । এখন আর কেউ মাথার পাশে এসে ঘুম পাড়ানী গানটা শুনিয়ে নেতৃপল্লব দুটি বদ্ধ করিয়ে দেয় না। অভিমানী মনকে বুঝ দেওয়ার জন্যও কেউ পাশে উপবিষ্ট হয় না। নিজের এলেমেলো বিছানাটাও কেউ গুছিয়ে দেয় না। আজও না ধোঁয়া পোশাকগুলো ঝুলে আছে রশ্মির উপর কেউ আপন দায়িত্বে এসে ধুয়ে দেয়না। এখন রাতে দেরি করে ঘরে ফিরলে কেউ আর মিষ্টি বকা টা দেয় না। একটু খানি দেরি করে বাড়িতে ফিরলে যার আখি দুইটি একত্রিত হয় না সেই হয়তো মা। মনটা হাজার বার চাইলেও এখন আর তোমার সম্মুখে যখন তখন দন্ডায়মান হইতে পারছি না। তবে স্বপ্ন জগতে প্রায়ই তোমার সাথে সাক্ষাৎ হয়। জানিনা আবার কবে তোমার সম্মুখে দাঁড়িয়ে তোমার চাঁদ মাখা অবয়বটা নয়ন দুইটি দিয়ে এক নজর অবলোকন করতে পারব। যখন তোমার পাশে ছিলাম তখন হয়তো তোমার কাছে খুব একটা সময় অতিবাহিত করিনি। তবে বিশ্বাস কর আম্মু আমি যদি পাখি হতাম মুক্ত ডানা মিলিয়ে উড়ান দিতাম নিকট। তুমি হয়তো আমাকে দেখার জন্য প্রস্তুত থাকতে না। আকস্মিক আমাকে দেখে চমকে যেতে। তোমার ঐ চমকানো টাই আমার জন্য অনেক বেশি পাওয়ার ছিল। কিন্তু সেটা তো শুধু স্বপ্ন জগতেই হয়। বাস্তবে কি তা কখনো সম্ভব! আজ সময় এবং পরিবেশ আমাদেরকে এতটাই দূর করে দিয়েছে মন চাইলেই আসতে পারিনা তোমার নিকট। তবে তুমি চিন্তা করো না হয়তো কোন এক পড়ন্ত বিকালে আমি চলে আসব। সেদিন তুমি আমাকে দেখতে পাবে। কিন্তু সে প্রহর টা কখন আসবে সেটা আমার বোধগম্য নেই। তোমার জন্য আমার লেখা থাকবে ডায়েরির প্রতিটা পাতায়। হয়তোবা এই খনিকের লেখাপড়ার জন্যই আজ তুমি আমার থেকে এতটা দূরে অবস্থান করছ আপন নীড়ে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৮ জন


এ জাতীয় গল্প

→ ফেসবুকের চ্যাটিং প্রেম থেকে দূরে থাকেন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now