বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুতুরে তাজমহল

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Supti Sarker(guest) (০ পয়েন্ট)

X অনেক দিন আগের কথা।এক গ্রামে এক ভুতুরে রাজমহল ছিল,সেই রাজমহলে কেউ যেত না কারণ সেখানে ভূত ছিল।একদিন সেখানে দুই বন্ধু গরমের ছুটি কাটাতে আসলো।তাদের মধ্য একজনের নাম সোনিয়া আরেক জনের নাম তানহা। তারা পুরো গ্রামটি ঘুরতে লাগলো,তখন তারা খেয়াল করলো সেই গ্রামে একটি রাজজমহল রয়েছে,তারা জানতো না যে সেই রাজমহলে ভুত আছে।আর সেখানে ভুত আছে বলে সেখানে কেউ যায়না।তারা সেই রাজমহলে ঢুকলো।হঠাৎ বাতি জ্বলতে নিভতে লাগলো আর তখনি দরজাটা বন্ধ হয়ে গেল।তারা দুজনে একটু ভয় পেয়ে গেল।হঠাৎ সোনিয়া চিৎকার করে উঠল,তানহা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষন পর তানহার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সে তার বিছানায় শুয়তার পাশে এলাকের কয়েকটি ছেলে বসে আছে জ্ঞান ফিরে আসার অপেক্ষায়। সে নাকি রাজমহলের সামনে অজ্ঞান হয়ে পরে ছিল।আর সোনিয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে সোনিয়া তো কালকেই গ্রাম থেকে চলে গেছে।তানহা এখনবুঝে উঠতে পারেনি যে সোনিয়া তাকে ফেলে একা কেনো গ্রাম থেকে চলে গেল আর সে সেদিন জার চিৎকারের আওয়াজ শুনে ছিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now