বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বর্ষাকালে প্রকৃতি সাজে

"গ্রাম্য লোককথা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X বর্ষাকালে প্রকৃতি সাঁজে লেখকঃ নাফিজ আহমেদ,, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বর্ষা তার মধ্যে অন্যতম সর্বাধিক গুরুত্বপূর্ণ ঋতু। গ্রীষ্মের কাঠফাটা গরমের পরই আগমন ঘটায় বর্ষাকাল। এই সময় চারিদিকে বর্ষার নতুন পানিতে থইথই করে। যেখানে গ্রীষ্মের অসহনীয় রোদের কারণে নদী-নালা,খাল-বিল সবকিছু ফেটে চৌচির হয়ে ওঠে। সেখানে বর্ষার নতুন পানিতে যেন পরিবেশ এক ভিন্ন সাজে সজ্জিত হয়। নেতিয়ে পড়া বৃক্ষরাজি বর্ষার শীতল আবহাওয়ার কারণে পুনরায় জীবিত হয়ে ওঠে। গ্রাম বাংলার মানুষেরা বর্ষার নতুন পানিতে ভেসে আসা মাছ ধরার জন্য জাল হাতে করে রওনা করে নদীনালার দিকে। অনেকে আবার এক বুক খুশি নিয়ে প্রত্যাবর্তন করে বাড়িতে। নিজেদের হাতে ধরা মাছগুলো বাড়িতে এনে দুপুরে গরম ভাতের সাথে ভাজি করে আহার করে এক সুখনিদ্রায় হারিয়ে যায় তারা। মাঝে মাঝে উত্তরের হৃদয় শীতল করা বাতাস যেন আলতো করে ছোঁয়া দিয়ে হারিয়ে যায় প্রকৃতির আড়ালে। কখনো কখনো আবার সারাদিন ধরে হতে থাকে গুড়িগুড়ি বৃষ্টি। এসময় বাড়িতে বসে সারাদিন ব্যাপি খিচুড়ি ভোজন করতে কি যে ভালো লাগে তার কোন ইয়ত্তা নেই। নতুন পানি পেয়ে মাছগুলো যেন মনের আনন্দে সাঁতার কেটে হারিয়ে যায় পানির অতল গহব্বরে। বর্ষার পানিতে গাছের পাতাগুলো যেন সবুজে সুসজ্জিত হয়ে এক ভিন্ন রুপ ধারণ করে। বর্ষার হাটু সমান পানিতে মাঠঘাট সবখান থেকে যেন বাতাসের সাথে ভেসে আসে ব্যাঙের মন জুড়ানো ডাক। শিশুরা এসময় আর ঘরে বসে না থেকে বরং চলে আসে গ্রামের ছোট্ট খেলার মাঠটাতে। গুড়িগুড়ি পানিতে ভিজে ফুটবলসহ কত রকমের খেলায় মেতে ওঠে তারা। কেউ কেউ তো আবার কাদা খেড় করতে ব্যস্ত হয়ে যায়। বর্ষাকালে মানুষ তার দৈনন্দিন কাজ মিটানোর জন্য আশ্রয় গ্রহণ করে ছাতার নিচে। নীল আকাশে কালো মেঘের ছাপ দেখে মা পাখিটা যতদ্রুত সম্ভব আপন নীড়ে ফিরে। পরিবেশের শীতল বাতাসে নিজের ছানাদেরকে আগলিয়ে রাখার জন্য বিছিয়ে দেয় নিজ ডানা, ছানারা আশ্রয় নেয় মায়ের উষ্ণ-গরম ডানার নিচেই। বর্ষার নতুন পানি বিচরণ করে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। সবকিছু মিলিয়ে বর্ষাকালে প্রকৃতি যেন এক ভিন্ন সাজে সজ্জিত হয়ে ওঠে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now