বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমানী স্যারের চিঠি

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X অভিমানী স্যারের চিঠি লেখকঃ নাফিজ আহমেদ আসসালামু আলাইকুম স্যার। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। এই পত্রে আপনাকে আমি কিছু কিছু কথা ব্যক্ত করব।যেটা স্বশরীরে হয়তো কখনোই বলতে পারব না। স্যার প্রথমত আমি আপনার নিকট আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আপনার সাথে আমার প্রায় তিন বছরের সম্পর্কে আমার স্বজ্ঞানে আমি কখনোই আপনার অবাধ্য হয়নি। কিন্তু সর্বশেষ হয়তো আমি সেই সম্মান টা ধরে রাখতে পারলাম না। পরিক্ষার শেষ দিন আপনি আমার কাছে এডমিট কার্ড চাইলেন কিন্তু আমি পরিবার ও আশেপাশের বিভিন্ন বাধার কারণে সেটা দিতে পারিনি। স্যার আপনি হয়তো মনে করতে পারেন আমি ওয়াদা ভঙ্গকারী কিন্তু সেইদিন আমি আপনাকে কথা দেওয়ার পূর্বে ইনশাল্লাহ বলেছিলাম যার দরুন কথাটা ওয়াদা ছিল না, বরং রবের প্রতি ভরসা ছিল। স্যার আমি একজন সাধারণ শিক্ষিত ছাত্র ছিলাম। হঠাৎ কেন জানি ঐশী জ্ঞানের প্রতি আকর্ষণ সৃষ্টি হলো। এইজন্য কোন এক নিরব সকালে মায়ের সাথে বাহির হই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। আল্লাহর ইচ্ছায় সেটা সম্পূর্ণও করি। এরপর আমি অবগত হই আপনি ছাত্রদের আরবি দরস দেন। পরবর্তীতে এক অলস দুপুরে আপনার সাথে দেখা করি। আমি ব্যক্ত করি আরবি পড়ার কথা। আপনি আমাকে পড়তেও ইচ্ছা পোষণ করলেন। ঐ ছিল আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ। আজও আমার স্পষ্ট সেইদিনের কথা স্মরণ আছে। এরপর আমি আপনার কাছ থেকে নাহু সরফের জ্ঞান আহরণ করতে থাকি। আলহামদুলিল্লাহ,, কয়েকমাসের মধ্যেই আপনার সহযোগিতায় আমি আরবীতে একটা স্থান করে নিই। স্যার আমি আপনার প্রশংসা করছি না। সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্য। আমি শুধুমাত্র আমার অতীতগুলো স্মরণ করছি। তবুও আমি জীবনের সর্বমূহুর্তে এটা অকপটে স্বীকার করব যে আমার আরবি ইলমের হাতেখড়ি আপনার কাছ থেকে। আলিফ থেকে ইয়া লেখাটা আপনার কাছ থেকেই শিখেছি। স্যার আপনার সাথে আমার এক মহাসমুদ্রের ন্যায় সৃতি আবদ্ধ হয়ে আছে আমার সৃতির পাতায়। যেটা এই সামান্য লেখায় শেষ হবে না। এইজন্য আর বেশি কিছু লিখব না। তবে আপনার কাছ থেকে আমার একটাই চাওয়া যদি কখনো আমার আচরণে কষ্ট পান তবে আমাকে ক্ষমা করে দিয়েন। স্যার পরিক্ষার পর থেকে আমি লজ্জায় আপনার সম্মুখে যেতে পারিনি এমনকি এখনো পারিনা। তবে যেই কয়েকবারই গিয়েছি আপনি আমাকে এড়িয়ে গেছেন। অন্য কেউ হলে হয়তো এতদিন স্বাভাবিক হয়ে যেত কিন্তু আমি খুব লাজুক প্রভৃতির এই জন্য আজও না বলা কথা গুলো এই চিঠির মাধ্যমে তুলে ধরলাম। স্যার ????????????,,, ইতি, আপনার একান্ত বাধ্যগত ছাত্র নাফিজ আহমেদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now