বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অপূর্ণ ভালোবাসা-৯
লেখকঃ নাফিজ আহমেদ,,
যাকে চিন্তা করে কাটিয়ে দিয়েছি শেষ বছরগুলো সেও আজ আমাকে দেখতে আসেনি। অবশ্য আসবেও বা কি করে হয়তো সে জানেও না। মৃত্যুর একবছর পর সে আমার গ্রামে আসল। আমাকে খুঁজতে থাকল। পথিমধ্যে আমার কাছের বন্ধুর সাথে দেখা, জিজ্ঞাসা করছে আমি কোথায়? আমার বন্ধু বলল ওকে দেখতে চাও! আসো আমার সাথে নিয়ে চলে আসল আমার কবরের কাছে। দেখিয়ে দিল ঐ দেখ ঐখানে শায়িত আছে আমার বন্ধু তোমার ভালোবাসা। তুমি যাওয়ার চার বছর পর সে মারা গেছে। তুমি চলে যাওয়ার
পরে সবসময় তোমার কথা ভেবেছে। আরে আমার বন্ধু নাই তোমার ঠিকানা জানত না তুমি তো জানতে কেন আসলে না তখন! একজন মানুষ যে অন্য মানুষকে এতটা ভালোবাসতে পারে ওকে না দেখলে হয়তো জানাই হতো না। আজ পাঁচবছর পর তুমি ওর খোঁজে এসেছো! দেখ সে আর বেঁচে নেই। প্রতিটা বছর একই দিনে সেই জায়গায় একাকী যেত যেখানে তোমাদের প্রথম দেখা হয়েছিল। মনে কল্পনা করত এই বুঝি তুমি আসবে পিছন থেকে তাকে চমকিয়ে দিবা কই তখন তো তুমি আসো নি। এখন ঠিকই এসেছো কিন্তু তাকে দেখতে পেলে না। এই সমস্ত কথা শুনে সে খুবই আবেগপ্রবণ হয়ে গেল। বাচ্চা শিশুর ন্যায় অঝোরে কাঁদতে থাকল। কিন্তু আজ আর আমার কিছুই করার নেই। সাধ্য থাকলে তাকে বুঝ দিয়ে আসতাম। কিন্তু সেটাও তো নেই। আসলে জীবনে চলার পথে অনেক কিছু আমরা কাছে পেয়েও হারিয়ে ফেলি যেগুলো আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি তোমাকে পেয়ে হারিয়ে ফেলেছি। তোমার অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। অথচ আজ দেখ না খুঁজতেই
তোমাকে পেলাম, কিন্তু কি আশ্চর্য দেখ তুমি আমাকে পেলে না। যখন তোমাকে পাওয়ার পাগলের ন্যায় ছুটে চলেছি তখন তোমাকে কোথাও পাইনি। আজ তুমি ঠিকই আসলে সেই জমিনে যেখান থেকে আমাদের এই না পাওয়া গল্পের সূচনা হয়েছিল। আজ তোমার কান্নায় হয়তো আসমান জমিনও কেঁদে উঠছে, কিন্তু আমি তোমার আহবানে সায় দিতে পারছি না।
অনেকটা প্রহর থাকার পর এবার তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার জন্য একটু
দোয়া করে বিদায় নেবে আমার থেকে আর হয়তো কখনো আসবে কিনা জানিনা। তবে আশা করি সে আসবে। আমার বন্ধুও তার সাথে চলে গেলো। সেও তার বাড়ি চলে যাবে বলে আমার বন্ধুকে অবহিত করল। আমার তাকে একটি চিঠি দিল। চিঠিটা অবশ্য আমিই রেখে আসছিলাম। বন্ধুকে বলেছিলাম যদি কখনো ও আসে তাহলে এটা আমিই দিবানে। আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুই দিয়ে দিস। আমি তো আর তাদের মধ্যে নেই এইজন্য আমার বন্ধুই ওকে চিঠিটা দিয়ে দিল। ""পাঠকবৃন্দ চিঠিতে কি লেখা আছে পড়তে এই গল্পের শেষ পার্ট টা পড়ুন,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now