বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অপূর্ণ ভালোবাসা-৮
লেখকঃ নাফিজ আহমেদ,,
হয়তোবা তার প্রতিটা প্রহর আমাকে চিন্তা করে কেটে যায়। কোথায় আছে কিভাবে আছে সেটা আমার জানার বাহিরে। তার বাড়ি গিয়ে অনেক খোঁজ নিয়েছি কিন্তু আমি বারংবারই ব্যর্থ হয়েছি। তার কোন সন্ধান আজও মিলেনি। আমার এই ছোট্ট জীবনে তাকে ছাড়া খুব একাকী অনুভব করি। কোন এক তারা ভরা রাত্রে তার কথা ভাবতে ভাবতে হারিয়ে যায় কল্পনার রাজ্যে। মাঝেমধ্যে মনে হয় থাকবেই না যখন কেন দুইদিনের জন্য এসেছিলে আমার জীবনে। তাকে ছাড়া দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। পুরাতন সৃতিগুলো নিস্তব্ধ পরিবেশে উপবিষ্ট হয়ে ভাবছি। আজও চলে এসেছি সেই জায়গায় যেখানে আজ থেকে এক বছর আগে তার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় তাকে হৃদয়ের গহিনে খুব আপন করে নিয়েছিলাম। প্রায়ই এই জায়গায় আসি একাকী থেকে অনেক কথা মনে মনে করি। চিন্তা করি আরো একবার যদি তুমি সেইদিনের ন্যায় হঠাৎ আগমন ঘটাতে মোর জীবনে, সবকিছু দিয়ে হলেও তোমাকে কোথাও যেতে দিতাম না।আগলিয়ে রাখতাম নিজের জীবন দিয়ে কিন্তু সেটাতো আর কখনো সম্ভব নয়। কিছু কিছু মূহুর্তে মনে হয় এই যেন সে আগে মতো আবারো
চলে আসল। পিছন থেকে চুপিচুপি এসে চোখে উপর নিজের হস্তদ্বয় রেখে জিজ্ঞাসা করছে আমি কে বলেন তো! আমি একবুক আনন্দ নিয়ে তাকে ব্যক্ত করছি তুমি আমার হারিয়ে যাওয়া সে। যাকে দেখে কাটিয়ে দিতাম জীবনের প্রতিটা সময়। যাকে নিয়ে ঘর বেঁধেছিলাম অচিনপুরে। কিন্তু এটা শুধু আমার কল্পনা সত্যি তো সে আর কোন দিনই আমার কাছে আসবে না। তার জন্য আমি কেমনেই যেন
অধিক থেকে অধিকতর ব্যাকুল হয়ে উঠছি। সময় তার নিজ গতিতে অতিবাহিত হয়ে যাচ্ছে। চোখে পলকে চারটি বছর কেটে গেল তবুও সে আসল না। সে কি এতই দূরে রয়েছে যেখান থেকে আসা একেবারেই অসম্ভব! তার কি আমার কথা একবারও মনে পরে না! না জানি হয়তো এত দিনে তার আরও এক সঙ্গী জুটে গেছে। আমার মত বোকা কি আর এই ভুবনে দুটো আছে! আমি বৃথাই তার কথা ভেবে দিন পার করছি। সে হয়তো একবারের জন্যই আমার কথা চিন্তা করে না। ধীরে ধীরে শরীর টা অসুস্থ হয়ে গেল। আমার কাছের মানুষগুলো প্রতি নিয়তই বলতে থাকে আর কত তার কথা ভেবে নিজেকে কষ্ট দিবি! সে কি তোর কথা একবারের জন্যই ভাবে! আরে তুই নাই ওর ঠিকানা জানিস না কিন্তু ও কি তোর ঠিকানা জানে না! ও কি ইচ্ছা করলে তোর কাছে আসতে পারেনা! বিনা কারণে আর নিজের কষ্ট দিস না। তাদের উপদেশগুলো অনেক ভালো লাগলেও আমি কখনো তাকে ভুলে থাকতে পারবো না। হঠাৎ কোন এক পড়ন্ত বিকালে খবর হয়ে গেল আমি আর এই পৃথিবীতে নেই। পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে গেছি না ফেরার দেশে। নিকটস্থ মানুষগুলো আর দেরি না করে যতদ্রুত সম্ভব আমার শেষ কাজ সম্পূর্ণ করে আমাকে দাফন করে দিল। চলে গেলাম এই ধরার সমস্ত ভালোবাসা ছেড়ে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now