বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপূর্ণ ভালোবাসা-৭

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X অপূর্ণ ভালোবাসা-৭ লেখকঃ নাফিজ আহমেদ দুজনে গল্প করতে করতে কখন যে পশ্চিম আকাশের উজ্জ্বল সূর্য টা নিজ আলো নিভিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল বুঝতে পারলাম না। হঠাৎ মনে হলো এখানে আর থাকাটা ঠিক হবে না। এই জন্য দুইজনই ফিরে আসলাম আপনার বাসভবনে। পরের দিন একইভাবে দেখা হয়ে গেলো। আবারো হারিয়ে গেলাম নিজেদের গল্পের অতল গহব্বরে। কেমনেই যেন সম্পর্কটা অনেক গভীরে চলে যাচ্ছে। তাকে না দেখলে একটা দিনও অতিবাহিত করতে পারছি না। এক রকম অসম্ভব হয়ে যাচ্ছে। আর দেরি না করে মনে মনে কল্পনা করলাম আজ হৃদয়ের গহিনে যা আছে সব উজার করে ব্যক্ত করব। এইজন্য বাড়ি থেকে বাহির হয়ে প্রতিদিনের ন্যায় আজও এসে উপস্থিত হয়েছি নিশ্চুপ নিস্তব্ধ স্থানে, যেখানে থাকবেনা কোন মানুষের কোলাহল কেন যেন আজ সময় কাটছে না৷ অনেকক্ষণ অপেক্ষমান থাকার পর আগমন ঘটালো সে, অবশেষে তার আগমনে অপেক্ষার পথ শেষ হলো। সামনে আসতেই কেমন যেন সব ভুলে যেতে থাকলাম। মনে মনে ভাবছি আজ হয়তো কিছু বল হবে না। হঠাৎ অপ্রত্যাশিত ভাবে সে বলে উঠল কিছু বলবেন আমি একটু আমতা আমতা করছি কিন্তু সে যেন এক বুক আশা নিয়ে আমাকে সাহস যোগাচ্ছে। তখনও আমি কেমন যেন না পাওয়া ভয়তে ভীতু হয়ে ছিলাম। সে আর একটুও দেরি না করে ব্যক্ত করলো আমার না বলা কথা। আমি খুশিতে আত্মহারা হয়ে সমস্ত ভয়কে জয় করে তার কথাতে সায় দিয়ে হারিয়ে গেলাম নিছক ভাবনার দেশে। আমি কখনো ভাবতেও পারিনি এমন এক চমক দিবে। দুইজনে আবারও একসাথে চলতে থাকলাম আমাদের পথচলা। অনেক দিনের না বলা কথাগুলো আজ বলে দিলাম। নিজের ভিতর কেমন যেন হালকা হালকা উপলব্ধি করছি। আজও মনে হয় সময় আমাদেরকে ফাঁকি দিয়ে দ্রুত অতিবাহিত হয়ে গেলো। পশ্চিম আকাশ বয়ে নেমে এলো লাল রক্তিম আলো। আজ যেন সন্ধ্যা বেলাও সূর্য তার নিজস্ব রশ্মি উজার করে ছড়িয়ে দিচ্ছে গোটা ভূবণজুড়ে। ধীরে কেটে গেল অনেকটা দিন। হঠাৎ কোন এক অলস দুপুরে আমি আমার ঘরে আলতো করে শায়িত আছি। এমনত অবস্থায় আমার বন্ধু এসে বলল জানিস আজ কি হয়েছে! আমি বললাম কি? ও বললো ওরা আজ চলে যাচ্ছে। আরে কারা? ঐ যে তুই যার সাথে সম্পর্ক করেছিস। তোর মাথা ঠিক আছে গতকালও তো একসাথে ছিলাম, তেমন কিছুতো বললো না। আমি আর এক মূহুর্তও দেরি না করে পারি জমালাম ওদের বাড়িতে,কিন্তু আমি আসার একটু আগেই ওরা চলে গেল। একটা চিঠি দেখা গেলো দরজার কাছে, হয়তো ও জানতো আমি জানা মাত্রই ওর খোঁজে চলে আসবো। চিঠিতে শুধু লেখা আছে ভালো থেকো, সুখে থেকো,আব্বুর বদলি হওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হলো তোমাকে জানানোর সময়টুকুও পায়নি। কালকে বাড়ি আসার সাথে সাথে আমি জানতে পারলাম। জানিনা আর কোনদিন দেখা হবে কিনা,তবে যেখানেই থাকি তোমার কথা কখনো ভুলবো না। বিদায়,, তার লেখা চিঠিটা পড়া মাত্র কেমন যেন নেতৃপল্লব দুটি দিয়ে অঝোরে ঝড়তে থাকলো অশ্রুর বারিধারা। এক বুক হতাশা নিয়ে ফিরে আসি আপন নীড়ে। তার সাথে কাটিয়ে যাওয়া প্রহরগুলো মাঝেমধ্যে খুব বেশি কষ্ট দেয়। হয়তো সেও আপন মনে কেঁদে যায় আমার জন্য কিন্তু কাউকে বলতে পারে না। পাঠকবৃন্দ চলবে! "'শেষটা আরো বেশি হৃদয়বিদারক,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now