বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দিনশেষে পাগল বেশে

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X দিনশেষে পাগল বেশে লেখকঃ মুজাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায়ঃ নাফিজ আহমেদ। ছেলেটির নাম এনাম। ছেলেবেলা থেকেই নম্র-ভদ্র সে। ছোট একটি গ্রামেই বেড়ে ওঠা তার। গ্রামের প্রকৃতির সাথে ভীষণ ভাব তার। এনাম পাশের শিলাগাঁও মডেল স্কুলের ছাত্র। লেখাপড়ায় রয়েছে তার ভীষণ মনোযোগ। এছাড়াও গ্রামের ছোট-বড়,যুবক-বৃদ্ধ সকলের নয়নের মণি সে। কেননা গ্রামের সকলের সাথেই তার রয়েছে নিবিড় আলাপন। গ্রামের মানুষেরা সকলেই তাকে স্নেহ করে এবং অনেক ভালোবাসে। গ্রামবাসীর আকাঙ্ক্ষা সে অনেক বড় হবে, গ্রামের মানুষের জন্য কিছু করবে।এনামেরও ইচ্ছা বড় হয়ে ডাক্তার হয়ে গ্রামবাসীর সেবা করবে।গ্রামের মানুষের পাশে থেকে তাদের সাহায্যে দুহাত বাড়িয়ে এবং গ্রামবাসীর দুয়া নিয়েই বড় হচ্ছে এনাম। প্রাইমারিতে বৃত্তি পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে ইতোমধ্যে। এভাবে প্রাইমারি পেরিয়ে মাধ্যমিকে লেখাপড়া করছে এনাম। দশম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয় এনাম। এবার তাকে উচ্চ শিক্ষার তার প্রিয় গ্রাম ছেড়ে চলে যেতে হবে ব্যস্ত শহরে। কেননা গ্রামে তেমন কলেজ নেই যেখানে সে তার স্বপ্ন "ডাক্তার" হওয়ার জন্য ভালোভাবে পড়তে পারবে। একারণেই অনিচ্ছা সত্ত্বেও গ্রামের মায়া ছেড়ে পাড়ি জমালো শহরে। ভর্তি হলো পাশানগর কলেজে। নতুন পরিবেশে ভালোভাবে পড়াশোনা চলছে এনামের।কলেজে ১ম বর্ষের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সে।সে এখন ২য় বর্ষের ছাত্র। হঠাৎ নবাগত ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণের জন্য কলেজে অনুষ্ঠিত হয় নবীনবরণ অনুষ্ঠান। মাধ্যমিক পাশ করে বিভিন্ন অঞ্চলের ছাত্র-ছাত্রীরা এসেছে কলেজে।১ম বর্ষে ভর্তি হয়েছে পাশানগরের এক সুন্দরী,রূপসী,ধনী পরিবারের মেয়ে এ্যানা। কলেজের ১ম দিনেই দেখা হয় এ্যানা ও এনামের।এ্যানা ও এনাম কীভাবে যেন একে অপরের উপর কৌতুহলী হয়ে পড়লো? কিছুদিনের মধ্যেই এ্যানা এনামকে প্রেমের কথা বলে।এরপর এনাম ও এ্যানার মধ্যে দিবানিশি চলে ফোনালাপ।এইসএসসি পরীক্ষার পূর্বে এনামের অন্য বন্ধুরা যখন পড়ার টেবিলে, তখন এনাম বিছানায় শুয়ে প্রিয়তমা এ্যানার সাথে কথা বলছে। এদিকে এইসএসসিতে পাশ করাও হয়নি এনামের।যার ফলে তার স্বপ্ন ডাক্তার হওয়া আর হলো না। এদিকে হঠাৎ খবর এলো প্রিয়তমা এ্যানার পরিবারের সিদ্ধান্তে বিয়ে হয়েছে এক সম্পদশালী ব্যক্তির সাথে। এরপর এনাম তার প্রেমিকাকে ভুলতে অসৎ বন্ধুদের কুপরামর্শে জড়িয়ে পড়ে মাদকে। এখন এনাম মাদকাসক্ত। তার স্বপ্নের নন্দিত ক্যারিয়ার গড়া হলো না। একপর্যায়ে এনাম মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গেছে। যেখানে আজ তার একজন আদর্শ চিকিৎসক হওয়ার কথা সেখানে সে দিনশেষে পাগল বেশে। এভাবেই শেষ হচ্ছে হাজারো এনামের মতো তরুণ-যুবক! শেষ হচ্ছে পরিবারের আদরের সন্তানেরা। ধুলিসৎ হচ্ছে হাজারো পরিবারে আঁকা স্বপ্ন। শেষ হচ্ছে সমাজের মানুষের প্রিয়ভাজন তরুণ-যুবকেরা। পরিশেষে বলতে হয়, সমাজ হচ্ছে কুলশীত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩২৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now