বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডার্ক ডেভিল পর্ব : ১

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ফারিহা তাসনিম ঐশী (০ পয়েন্ট)

X আজকে আমার চোখের সামনে একটা ট্রাক একটা কারকে ধাক্কা মে*রে এ*ক*সিডেন্ট করে চলে গেল । আমি দেখেই চোখ বড় বড় করে তাকালাম । নিমিষেই অনেকের ভীড় জমে গেল । আমিও তাড়াতাড়ি করে সেখানে গেলাম । গিয়ে দেখি একটা অনেক সুন্দর মেয়ে এ*ক*সিডেন্ট করেছে । কিন্তু কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছে না আজব । তাই আমি বেশি কিছু না ভেবে র*ক্তে মাখা মেয়েটিকে কোলে নিয়ে হসপিটালের দিকে যেতে লাগলাম । আমি মেয়েটিকে বলতে থাকলাম,,,,,, আমিঃ আপনার কিছুই হবে না । প্লিজ একটু ধৈর্য্য ধারণ করুন আর চোখ টা খোলা রাখুন । মেয়েটা র*ক্তা*ক্ত ঝাপসা চোখেই আমাকে একটা নজর দেখলো । কিন্তু কিছুই বলতে পারছে না । তারপর কিছুক্ষণের মধ্যেই আমি মেয়েটিকে নিয়ে হাসপাতালে পৌছে গেলাম । আমাকে এই অবস্থায় দেখা মাত্র নার্সেরা স্টেচার নিয়ে এসে মেয়েটিকে ওটি তে নিয়ে গেল । এটা তো পুলিশ কেস । কিন্তু আমাকে পুলিশে জিডি ও করতে হলো না । মেয়েটিকে এই অবস্থায় দেখা মাত্র ওরা যেন ব্যাতি ব্যস্ত হয়ে পড়লো । আমার মনে হয় মেয়েটি কোনো ধনী আর পলেটিশিয়ান এর মেয়ে । যাইহোক ওকে ওটি তে নিয়ে যাওয়ার পর আমি ওখানেই বসে আছি । মেয়েটার বাসায় যে খবর দিবো সেটাও দিতে পারছি না । কারন আমি জানিই না মেয়েটি কে । এখন আমার পরিচয় টা কিছু দেয়া যাক । আমি রাকিব । বাবার ব্যবসা সূত্রে একমাস আগেই কুষ্টিয়া থেকে বগুড়ায় এসেছি । তাই এখানে আজিজুল হক কলেজে অনার্স ২য় বর্ষে ভর্তি হয়েছি । সেশন অনেক আগেই শুরু হয়েছে । কিন্তু এখানে ভর্তি হয়ে আজকেই আমার ফার্ষ্ট ক্লাস । আর সেটাও আজকে মিস করলাম । মেয়েটিকে কোলে নেয়ার সময় র*ক্ত দিয়ে পুরো শার্ট টা আমার ভিজে গেছে । কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বললো,,,,,,, ডাক্তারঃ পুষ্প মামুনিকে এখানে কে ভর্তি করেছে ? ওহহ তারমানে মেয়েটার নাম পুষ্প । তারপর আমি বললাম,,,,,,, আমিঃ জ্বি আমি । ডাক্তারঃ উনি কে আপনি জানেন । আমিঃ জ্বি না । মানুষ হিসেবে বাঁচানো আমার দায়িত্ব তাই আনছি । ডাক্তারঃ হুমম । উনি হলো মন্ত্রী আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে । আমি শুনে একটু অবাক ই হলাম । তারপর ডাক্তার কে জিজ্ঞাসা করলাম,,,,,, আমিঃ ওহহ আচ্ছা । এখন উনি কেমন আছেন,,,? ডাক্তারঃ অনেক র*ক্ত বেরিয়ে গেছে । ব্লা*ড দিতে হবে । আমিঃ ব্লা*ড গ্রুপ কি ? ডাক্তারঃ AB + ,, ,, ,, ,, পর্ব:০১


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now