বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অপূরণীয় আকাঙ্ক্ষাঃ
লেখকঃ নাফিজ আহমেদ,,
গ্রামের অন্যান্য পাঁচ-দশটা সুখ শান্তিতে ছেয়ে দেওয়া পরিবারের মধ্যে আমাদের পরিবারটা ছিল অন্যতম। আমাদের পরিবারে আমরা ছিলাম ছয়জন। আমি সহ মা-বাবা,দুই বোন ও ছোট এক ভাই। সুখেই কাটছিল দিনগুলা। গ্রামের ভাঙা- গড়া দাখিল মাদ্রাসায় লেখাপড়া করতাম আমি ও আমার বোন। আমার বোন ছিল আমার এক শ্রেনির উপরে। লেখা পড়াই ভালোই ছিলাম আমি। কিন্তু পরিবারে অশান্তি থাকলে কি আর লেখাপড়া হয়। আমার মায়ের একটি ভুলের জন্য আজ আমাদের সেই সুখে ভরা পুরো পরিবারটাই হয়ে গেল বিচ্ছিন্ন। বড় বোনটার হয় বিবাহ, মেজো বোনটা রয়ে যায় গ্রামে, ভাইটা চলে যায় কোন এক হাফেজি মাদ্রাসায় আর আমি থাকি আমার মায়ের সাথে। রৌদ্র ভরা নীল আকাশটাতে যেমন দুঃখ ভরা বৃষ্টি নেমে আসে। রঙিন আকাশ ছেড়ে যেমন অন্ধকার উকি দেয়। ঠিক তেমনই আমি ও আমার মা সুখে ভরা পরিবারটা ছেড়ে চলে আসি এক অজানা অচেনা শহরে । যেখানে সবকিছুই নতুন। মা আমাকে এখানে একটি ভালো মাদ্রাসায় ভর্তি করে দেয়। আমার মা আমাকে অনেক যত্ন করত। তার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে৷ আমি এখানে অনেক সুন্দর করে লেখা পড়ার চেষ্টা করি। কিন্তু এখানকার একটা বাজে ছেলের নজর পরল আমার উপর। সে আমাকে তার প্রেমের জালে আকৃষ্ট করতে চাইল। এবং আমিও আকৃষ্ট হয়ে পরি তার বোনা জালে। ধামাচাপা রয়ে গেল মায়ের স্বপ্নটা। একমাসের মধ্যে অর্ধবার্ষিক
পরিক্ষা চলে আসল।কোন রকম শেষ করলাম পরিক্ষাটা। ফলাফলটা খুবই খারাপ হলো। এরপরের দিনগুলো বিদায় নিচ্ছে কোন রকম। মনোযোগ সহকারে লেখা পড়া করতে চাইলেও হয়ে উঠছে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now