বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বন্ধুত্বের বাঁধন

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X বন্ধুত্বের বাঁধন লেখক নাফিজ আহমেদ,, বন্ধুত্ব এমন এক সম্পর্ক যেটা কোন সময় বা কোন বয়স পৃথক করতে পারেনা। অথচ বন্ধুর সাথে নিজের কোন রক্তের সম্পর্ক থাকেনা। জীবনের উঠনি বয়সে যাকে নিজের বন্ধু হিসাবে যাচাই এবং বাঁচাই করা হয়। সেই থাকে জীবনের শেষ দিনের সঙ্গী। ঠিক তেমনই আমারও এক কাছের বন্ধু ছিল। তার নাম ছিল আবির। আবির ছিল খুবই ছটফট ও বাঁচাল প্রভৃতির মানুষ। আমি আর আবির সব সময় এক সাথেই সময়গুলো অতিবাহিত করতাম। একই সাথে সব নানান ধরনের খেলা করতাম। একই সাথে খাবার খাইতাম। নিজের সুন্দর মুহূর্ত গুলো একই সাথে পার করতাম। ওর আর আমার এক অতুলনীয় সম্পর্ক গড়ে ওঠে। দিনের সিংহভাগ সময়ই আমি ওর সাথে থাকতাম। কিন্তু সব বস্তু তো সবার কপালে টেলসই হয়না। আমার বেলাতেও ঠিক সেটাই হয়েছিল। কোন একদিন দ্বিপ্রহরের মাঝামাঝি সময়ে আমি অবগত হলাম যে কোন এক অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়ে আবিরকে এই ছোট্ট শহর থেকে বিদায় নিয়ে, পাড়ি দিতে হয়েছে এক নতুন শহরে। যেই শহরটা মানুষের কাছে সত্যিই খুব অজানা। খবরটা শ্রবণ করা মাত্রই আমি খুবই শোকাহত হলাম। নিজেকে সামলাতে পারলাম না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার খেলার সাথী, পড়ার সাথী, নিজের সারাটা মুহূর্ত কাটিয়ে দেওয়ার সঙ্গী আমাকেই রেখে চলে গেল। কিন্তু আসলেই কিছু করার নেই। সময়ের নিয়মকে তো সকলকেই মেনে নিতে হবে। আজ দশ বছর পার হয়ে গেল আবির আর আমাদের মাঝে নেই। তবুও ওর সৃতিতুলো প্রতিটা মুহূর্ত আমাকে কাঁদিয়ে যায়। আসলেই এই পৃথিবীতে বন্ধত্বের বাঁধন কেউ ভাঙতে পারে না। এই সম্পর্কটা খুবই মজবুত ও ভালোবাসার। স্মরণীয় হয়ে থাক পৃথিবীর সমস্ত বন্ধুত্বের বাঁধন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৬৩ জন


এ জাতীয় গল্প

→ বন্ধুত্বের বাঁধন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now