বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক অসহায় ছেলে

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X এক অসহায় ছেলে লেখকঃ নাফিজ আহমেদ,, গ্রামের ছোট্ট ঘরে জন্মগ্রহণ করে আলম। কে জানত যে জন্মের পর তাকে এত কষ্ট সহ্য করা লাগবে। পরিবারে মুখে অর্ণ তুলে দেওয়ার জন্য সারাদিন রাস্তায় রাস্তায় অটো,রিকশা চালিয়ে বেড়ায়। এবং দিনশেষে চালের প্যাকেটটা হাতে নিয়ে ফিরে আসে বাসায়। মাকে বলে এবার রান্না বসাও। সকলের মুখে যেন চাঁদ মাখা হাসি ফুটে ওঠে। এভাবেই কাটত আলমের প্রতি দিনটা। পাশাপাশি নিজ গ্রামের হাই স্কুলে লেখাপড়া করত সে। কিম্তু কেন জানি হঠাৎ একদিন প্রতিদিনের ন্যায় গাড়িটা নিয়ে রাস্তায় বাহির হয়ে এক অসাধু লোকদের খপ্পরে পরে আধার নেমে আসে তার জীবণে। লোকগুলো তার থেকে তার গাড়িটা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য তাকে এক নির্জন এলাকায় নিয়ে যায়। অতপর তার থেকে গাড়িটা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে বেহুশ করার ওষুধ দেয়। তার হুশ হারিয়ে যায়। যখন হুশ ফেরে সে নিজেকে এক অন্য রকম পরিবেশে আবিষ্কার করল। বাড়িতে এসে তার ঘরের সবকিছু ভাঙচুর করতে শুরু করল। এরই মাঝে তার পরিক্ষা আরম্ভ হয়ে গেল। কোন রকম পরিক্ষায় উপস্থিত হচ্ছে সে। কিন্তু কেন জানি ফলস্বরূপ ফলাফল করতে পারল না। নীল আকাশটাতে যেমন আচমকা কালো মেঘের আগমন ঘটে, ঠিক তদ্রূপ আলমের জীবনেও যেন হঠাৎ কালো মেঘ নামক এক বিষাক্ত অভিশাপের আগমন ঘটল। আজ এই অসহায় ছেলেটির সঙ্গ নিতে কেউ রাজি হতে চাচ্ছে না। আসলে এটাই বাস্তবতা। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে কর্ম করে থাকতে পারবা ততক্ষণ তোমাকে সবাই মাথায় তুলে রাখবে। কিন্তু যখনই তুৃমি নিজেকে অন্যের উপর নির্ভরশীল হিসাবে আবিষ্কার করবে, তখনই তোমার নিকট থেকে সবাই পিচু হেঁটে যাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৩৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now