বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এইতো আছি বেশ!

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি পুষে রাখে। তারপর কারণে অকারণে কষ্ট পায়। পাগলামো করে, যত্ন করে কাঁদে। কান্না,পাগলামোতে যখন ক্লান্ত হয়ে পড়ে বেঁচে থাকবার বলয়টা যখন ক্রমশ ঝাপসা হয়ে আসে, তখন হন্যে হয়ে বাঁচার একটা কারণ খোঁজে। একটা নির্ভরতার হাত খোঁজে, মাথা রাখবার একটা কাঁধ খোঁজে, খুব জড়িয়ে কান্না করবার নিজের একটা মানুষ খোঁজে। কিন্তু নির্ভরতার সেই হাত, মাথা রাখবার সেই কাঁধ, জড়িয়ে ধরে কান্না করা বুক, কোনটিরই দেখা মেলে না। তবুও মানুষ আশায় বেঁচে থাকে। সঠিক মানুষটি খুঁজে পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায়। কারো কারো লেগে যায় গোটা একটা জীবন! তখন আর অনুভূতিই থাকে না, ফুরিয়ে যায়। তাকিয়ে দেখে, ভুল মানুষের পেছনে খরচ করে বসে আছে সব! বুকের ভিতর যেখানে হৃদয় থাকে– সেই হৃদয় জুড়ে তখন কেবল হাহাকার কথা বলে। অনুভূতির ঘরভর্তি শূন্যতা! সেই শূন্যতা প্রকাশের ভাষা থাকে না। মাঝে মাঝে নিঃশ্বাসের সাথে কিছু শূন্যতা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে। ভারি করে তোলে পৃথিবীর পরিবেশ। তবুও আপনি দেখবেন, দেখা হলেই তারা কীভাবে হাসে, জিজ্ঞেস করলেই বলে; এইতো আছি বেশ!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৫৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now