বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্ন পূরণের ইচ্ছা

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X স্বপ্ন পূরণের ইচ্ছাঃ লেখকঃ নাফিজ আহমেদ,, পড়ন্ত বিকালে মাঠের পাশে নিরব নিস্তব্ধ পরিবেশে উপবিষ্ট অবস্থায় কি যেন মনে মনে কল্পনা করছে ছেলেটি। কিছুক্ষণ পরপর নেত্রপল্লব দুটি দিয়ে বেয়ে পরছে মায়ের আশা পূরণের তীব্র আকাঙ্ক্ষার অশ্রু ধরা। সে বিশ্বাস করে শেষ বিকালে নিরব পরিবেশে সূর্যাস্থ মুহূর্তে নিজের রবের কাছে কোন কিছু চাইলে সেটা কখনো ব্যার্থ হয় না। ছেলেটির নাম সিয়াম। কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে দাখিল পরিক্ষা। যেই সময়টার জন্য অপেক্ষমাণ ছিল দুইটি বছর। হঠাৎই কেমন করে যেন আগত ঘটাল পরিক্ষা। পরিক্ষার চিন্তায় পার করছে প্রতিটা মুহূর্ত। যেই সময়টা পারার ছোট্টা চায়ের দোকানে অতিবাহিত করত। সেই সময় এখন বদ্ধ ঘরের মধ্যে পড়ার টেবিলে বসে অতিবাহিত করছে। সর্বসময় চেষ্টা করছে আকাঙ্ক্ষিত ফল পাওয়ার। তারপর রইল মায়ের ইচ্ছাটা। মা তাকে একজন সফল ছাত্র হিসাবে দেখতে চাই। সমাজের মানুষকে আনন্দচিত্তে বলতে চাই আমার ছেলে পেরেছে। আজ আমার আঁকা স্বপ্ন পূরণ হয়েছে। আমার এত কষ্ট আজ ব্যার্থ হয়নি। সেই সমস্ত আকাঙ্ক্ষাকেই অন্তরে ধারণ করে পার করছে প্রতিটা দিন। মাঝে মাঝে ভীত হয়ে রবের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছে। ছেলেটি দৈনন্দিন সকালে রবের মুখনিঃসৃত বানী তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করে নিজের পড়ালেখা। সকালে কিছুক্ষণ পড়ার টেবিলে সময় পার করে। অন্যান্য কাজ সেরে পুনরায় পারি জমায় পড়ার টেবিলে। আবারো শুরু করে পড়া। রাতে অর্ধাংশ পর্যন্ত পড়ার ইচ্ছা পোষণ করে নিজের কাছে। মাঝে মাঝে সফল হয়। আবার যখন কোন বিষয় নিয়ে ভীতিগ্রস্ত হয় তখন দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাঝে হারিয়ে যায়। দোয়া করি ছেলেটি যেন তার মায়ের আঁকা স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now