বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভুলটা ধরিয়ে দিন, প্লীজ!!!

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Anonymous Ultra Max Pro (guest) (০ পয়েন্ট)

X আমাদের হতাশার মুল কারণ ই হলো 'স্ট্যাটাস অনুযায়ী ফিডব্যাক আশা করা,যেইটা আমরা পাইনা বলে হতাশা হই। এইযে আমরা বাঙালিরা ধর্মপ্রাণ জাতি, আমদের ধর্ম ইসলাম,আমরা মুসলিম, আমরা আমাদের ধর্মকে সর্বোচ্চ শ্রদ্ধা করি, একইভাবে ধর্মের ছায়াতলে থাকা বা ধর্মের লেবাস পরে থাকা লোকদেরকেও আমরা সর্বোচ্চ শ্রদ্ধার সাথে দেখি, তাদের থেকে কোন ব্যাড বিহেভিয়ার, ভুল এই জাতীয় কিছুই আমরা আশা করিনা, কেন করিনা? কারণ, তারা ধর্মের সাথে সার্বক্ষণিক থাকে, এমন অনৈতিক কাজ তারা করতেই পারে নাহ, তারা পূত:পবিত্র, এইযে এখানেই আটকা আমরা। সাম্প্রতিক ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখলেন যে, বাংলা ও হিন্দি গানের তালে সৌদিয়ানদের উত্তাল নাচ, এতেই আপনি হতাশ। মানে সৌদি লোকেরা এইসব করে? আল্লাহ!!! ওরা তো মুসলিম, হুজুর,জুব্বা পরে, ওরা এইসব কীভাবে করে? ভাইরে, আপনিও তো মুসলিম, আপনিও তো গান শুনতে শুনতে ঘুমান, ইভটিজিং করেন, নাইটক্লাবে গিয়ে নর্তকীর গায়ের ঘ্রাণ নেন, মদ ঢক ঢক করে গিলেন, এইটা নিয়া হতাশা প্রকাশ করতে আপনারে দেহি না ক্যান? সৌদিরা বিশ্বে সবচেয়ে বেশি খাবার অপচয় করে। এইবার আপনার রিয়াকশন, ইসলামে অপচয় কারী শয়তানের ভাই, এরা এইটা কীভাবে করে, এরা তো হুজুর, মক্কা/মদিনা এদের দেশে, এদের দেশেই কাবা ঘর, আপনার দেশের কি অবস্থা? চিকেন মাটন গিলে, নষ্ট করে জয় বাংলার উন্নয়ন এর স্লোগান দেন, আর এদিকে ২ বেলা খেতে না পারে সন্তান বিক্রি করে দেয় সোনার বাংলার মানুষ, বিবেক টা কোথায় আপনার? সৌদিদের দেশে নাইটক্লাব চালু? আস্তাগফিরুল্লাহ, এইটা কীভাবে সম্ভব, এত ক্বারীর দেশ, এত বুজুর্গ, এত আলেম ওয়ালামার দেশে নাইটক্লাব, ছি:। আর আপনার দেশে তো প্রতিটা ঘর ই নাইটক্লাব, পতিতালয়, রুম সার্ভিস, মাদকের আখড়া, চোখে পড়েনা, বস? আপনি ৮ বছরের শিশুকে ধর্ষণ করে এসে ফরজ গোসল সেরে হুজুরদের শিশু বলাৎকারের বিরুদ্ধে হুংকার দিলেন, খুব কিউট। সমস্যা ওইযে- সৌদিদেরকে বা হুজুরদেরকে অনেক কিছু মনে করেন আপনারা, ওরা আপনার মতই মানুষ, আপনি যা করেন,ওরাও তা করে, কম বা বেশি। মানুষকে এতটা স্পেশাল ভাবার কি আছে? সবাইকে কেন এক্সট্রা প্রায়োরিটি দিতে হবে? সবাই ঢালাওভাবে ঢালছেন কেন? সবকিছুর হিসাব হবে তো, আল্লাহ একটা দিন বরাদ্দ করে রাখছেন তো, দেখা হোকনা সেদিন, পাপের পই পই হিসাব হবে, নিজেরটাই মাপুন, মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন! আপনার ঘরে ৬/৭ জন সন্তান, আর হুজুরের একটা মেয়ে হইছে, আল্লাহ দিছে। এইবার আপনি উঠে গলা খাকিয়ে বললেন, দেশটা রসাতলে গেছে, শুনছো হুজুরের নাকি মেয়ে হইছে, ভাবতে পারো আজকাল হুজুরেরাও ওইসব করে। বিসিএস ক্যাডার দেখলে ওদের পা চেটে ফর্সা বানান, আর রিকশাওয়ালা দেখলে পা দিয়া পিষ্ট করেন, ফাত্রামি বাদ দেন, এক্সট্রা প্রায়োরিটি দেয়া বন্ধ করুন। ব্র‍্যাক ইউনিভার্সিটিকে কি না কি ভাবতেন, সপ্ন দেখতেন, ইশ যদি এইখানে পড়তে পারতাম, আর এখন দেখলেন সবাই এক নামে চিনে 'গে ইউনিভার্সিটি'। কি এক দেশ, কি এক শিক্ষাব্যবস্থা, যথাযথ শিক্ষাটাও দিতে ব্যর্থ, সেবার মান দিতেও ব্যর্থ, জব ক্ষেত্র তৈরি কর‍তেও ব্যর্থ, মানে লেজে গোবরে অবস্থা, মন্ত্রালয়ের দায়িত্ব দেয় দায়িত্ব পালনের জন্য আর সে পা চাটে আরেক মেয়াদে থাকার জন্য, আগামী কয়েক দশক পর সব যে প্রতিবন্ধী জাতিতে রূপান্তরিত হবে, সন্দেহ নাই। বাংলাদেশ বি লাইক- থাকতে দিয়েছি এইটাই তো অনেক। জনগন অব আওয়ামীলীগ - বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ তোমার জন্মই হত না, জায়গা দেয়ার বড়াই করো? জনগন অব বিএনপি - শহীদ জিয়া না থাকলে পাকিস্তানের গোলামী করতা রে নিমকহারাম বাংলাদেশ, শুকরানা নামাজ আদায় কর। জনগণ অব জনগন- I **** You Bangladesh and your system. Good bye ২৩-০১-২০২৪


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৩৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now