বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শ্রেষ্ঠ দিনের গল্প

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X শ্রেষ্ঠ দিনের গল্পঃ নাফিজ আহমেদ,, আমার মনে পরে ঐদিনটাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সেদিন দূরের ঐ আকাশটা ছিল নীল রঙের সাচ্ছন্দ্য। গাছের পাতাগুলো ছিল গাঢ় সবুজে আবিষ্ট। চারিদিকের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। আমি একটু একটু করে পারি জমাতে থাকি কোন এক অজানা গন্তব্যে। কিছুক্ষণ যাওয়ার পর অবলোকন করি মা পাখিটা কত সুন্দর করে নিজের ছানাদেরকে আপন ডানার নিচেই ঢেকে রেখেছে। মা পাখিটার প্রদত্ত গরম ওমে যেন ছানারা এক অনির্বাচন সুখ উপলব্ধি করছে। মা পাখিটাও যেন নিজের ভাষায় ব্যাক্ত করছে পৃথিবীর সমস্ত কষ্ট, দুঃখ, ঝড়, ঝাপটা আমি আমার এই ডানা দ্বারা মুকাবিলা করব। নিজ জীবনের বিনিময়ে তোদেরকে আগলিয়ে রাখব প্রতিটা মুহূর্তে। আসলেই দৃশ্যটা দেখে আমার হৃদয় আনন্দে সিদ্ধ হয়ে গেল। এগোতে থাকলাম সম্মুখে দেখতে লাগলাম পরিবেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঘটে যাওয়া হৃদয় রুদ্ধ করা ঘটনা। মাথার উপর দিয়ে উর্ধ গগণ দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক চিল। তারা যেন নিজের ভাষায় আমাকে বলে দিচ্ছে ওহে পথিক যাও কোথায়? আমি চলতে থাকলাম সম্মুখে, আকল দ্বারা অনুভব করলাম। চার পাশের পরিবেশটা একেবারেই ভিন্ন। গাছে গাছে পাখি গুলো মনের আনন্দে কুহু ডেকে যায় আপনার সুরে। কতই না মিষ্টি শুনতে ঐসব পাখপাখালির ডাক সমূহ। পাশে থাকা পুকুর থেকে একটি মাছ লাফ দিয়ে উঠে যেন আমাকে স্বাগত জানায়। কিছুক্ষণ উপবিষ্ট হইলাম পুকুর পাড়ে। পরে থাকা নুড়িগুলো একের পর এক ছুড়তে থাকলাম পুকুরের দিকে। সৃজনকৃত ঢেউ গুলো মিত গোনার চেষ্টা করলাম। দেখতে পার হয়ে গেল দ্বিপ্রহরের সেই তেজস্বীয় মুহূর্তটা। এখনো নিজের মতো করে ঘুরতে থাকলাম অজানা গন্তব্যে। দুচক্ষু দ্বারা অবলোকন করলাম এবং কল্পনা করলাম যে শেষ বিকালের সূর্যটা যেন আমাকে হাঁসতে হাঁসতে বিদায় জানাচ্ছে। আর নিজ ভঙ্গিতে বলছে ওহে ছোকরা সারাদিন অনেক ঘুরেছো। আর নয় এবার বাড়িতে যাও মায়ের কাছে। দেখবে ঐ পাখির মতো তোমাকেও নিজের কাছে টেনে নিবে। আসলেই আজকের দিনের গল্পটা অমর হয়ে লিপিবদ্ধ থাকবে আমার জীবনে শ্রেষ্ঠ দিনের গল্প হিসাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now