বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

'শ্রাবনের এক সকাল'

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আল-আমিন হোসেন(guest) (০ পয়েন্ট)

X লেখকের নাম :আল-আমিন হোসেন। সময়টা ২০১৬, জুলাই মাসের শেষের দিকে। শ্রাবনের কোন এক বৃষ্টিসিক্ত সকালে আমি আমার কলেজের সাইকেল স্ট্যান্ডে বাইসাইকেলটা রেখে নিজ ক্লাস রুমের দিকে এগিয়ে যাচ্ছি। রাতের ঝুম বৃষ্টির পানি জমে আছে ক্লাস রুমের বাইরে।ছাত্র -ছাত্রীদের আনাগোনা তখন অনেক কম।হাতঘড়ির দিকে তাকালাম-সকাল ৮টা বেজে ৫৬ মিনিট। ক্লাস শুরু এখনো এক ঘন্টা পর।বেশ আগেভাগেই আজ কলেজে এসে হাজির আমি।দোতলা ভবনের নিচতলায় আমার ক্লাসরুম।ধীর গতিতে হাঁটছি আমি।ক্লাস রুমের প্রথম প্রবেশপথ থেকে আমি ২-৩ হাত দূরে, এমন সময় নীলিমা ক্লাসরুম থেকে প্রথম প্রবেশপথ দিয়ে বারান্দায় বের হলো।কালো রংয়ের স্কার্ট পরা(চেহারা অনাবৃত) মেয়েটি তাকিয়ে আছে আমার চোখের দিকে আর আমি? আমিও তার দু-চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি।এক সেকেন্ড, দুই সেকেন্ড.... এভাবে বারো থেকে পনেরো সেকেন্ড অতিক্রম করবার পর নীলিমা মৃদু হেসে দুই হাত দিয়ে তার লজ্জামাখা চেহারা আড়াল করার চেষ্টা করলো। আমি ক্লাস রুমের মধ্যে পা বাড়ালাম ততক্ষণে।'তোমার লাজুক চেহারাটা অনেক সুন্দর লাগছে নীলিমা 'এই কথাটি তখন বলতে পারি নি।কেন পারেনি তা আজও নিজ মনের কাছে প্রশ্ন করে উত্তর মেলেনি। সময় প্রবাহমান। দেখতে - দেখতে সাত বছর পেরিয়ে গেছে।তোমার সাথে দেখা হয়নি গত ছয় বছর। হয়তো আগামীতে আমাদের আর দেখা হবে না কোনদিন। কিছু -কিছু স্মৃতি যেন দীর্ঘশ্বাস বাড়িয়ে তোলে। পরিশেষে, ভালো থেকো নীলিমা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২৪৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now