বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছেলেটির জীবনের গল্প

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X লেখকঃ নাফিজ আহমেদ। প্রকৃতির সজীবতার মাঝেই বসবাস করত সিয়াম। পরিবারের সকলে একই সাথে থাকত। সিয়াম ছোট বেলা থেকেই ছিল খুবই নরম প্রকৃতি ছেলে। কিছু থেকে কিছু হলেই খুবই ঘাবড়ে যেত সে। প্রাথমিক লেখাপড়া শেষ করে, গ্রামের সেই ছোট্ট স্কুল থেকে। যেখান থেকে জীবন নামক রেলগাড়িটা শুরু করেছিল আদর্শলিপি বইয়ের মাধ্যমে। এরপর খনিকের ব্যাস্থতাকে উপেক্ষা করে এগিয়ে নিয়ে যায় লেখা পড়ার জীবনটাকে। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও দমিয়ে রাখতে পারেনি কোন কিছু। মাধ্যমিকে অধ্যায়ণরত অবস্থায় বাজে সংঘে মিশে যায় সিয়াম। সেই নরম প্রকৃতির ছেলেটা আজ খারাপ বন্ধুদের ধোকায় হয়ে ওঠে এক বিপদগামী । যদিও মুসলিম ঘরে জন্ম গ্রহণ করে সে, তবুও মুসলমানদের কোন আদর্শ মানত না । দুঃখ জনক হলেও এটাই বাস্তবতা যে, সিয়াম আজ পথ হারা পথিকের ন্যায় ঘুরছে জীবন নামক রাস্তায় । সমস্ত অন্ধকারকে পিছে রেখে পূর্ব আকাশটা রাঙিয়ে যেমন ভোরের সূর্যটা উদিত হয়। তদ্রুপ কিভাবে যেন সিয়ামের জীবনেও এমন কিছু ঘটল। সমস্ত বাজে সংঘকে পিছনে ঠেলে দিয়ে ভালো সংঘের পথ চেয়ে আছে সেই বিপদগামী ছেলেটা। জীবনটাকে নতুন ভাবে সাজানোর স্বপ্ন দেখল সে। আর সেটা বাস্তবেও রূপায়িত করার চেষ্টা করল। মেনে নেওয়ার চেষ্টা করল সৃষ্টিকর্তার সব আদেশ ও নিষেধকে। চলার চেষ্টা করল সঠিক সরল পথটাতে। যে পথটা সৃজন করেছে তার মালিক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২২৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now