বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়ের কষ্ট

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাফিজ আহমেদ (০ পয়েন্ট)

X লেখকঃ নাফিজ আহমেদ। সুখের সংসারে আনন্দের প্রদীপ জ্বালিয়ে, দুঃখের সাগর বয়ে নিয়ে পৃথিবীর মুখ দেখল আবির।পাঁচ বছর যেতে না যেতেই, যেকোন বিষয় নিয়ে সংসারে ফাটল ধরে তাদের। এমনকি ডিভোর্স হয়ে যায়। আবিরকে বাবা রেখে,মাকে তাড়িয়ে দেয় বাসা থেকে। মা ইচ্ছা করলেও তার সন্তানকে নিজে কোলে নিতে পারেনি কখনো । বাবা সেই সুযোগ দেয়নি। দুর থেকে নিজের সন্তানকে দেখে মা শান্তানা নিত প্রতিটা মুহূর্তে। কিন্তু বেশিদিন এই সুখ থাকলো না তার কপালে। বাবা ছেলেকে নিয়ে চলে যায় অনেক দূরে কোন এক অচেনা শহরে। এ দিকে মা' হয়ে গেল একা। একদিন একদিন করে পার হয়ে গেল চব্বিশটা বছর। হঠাৎ কোন একদিন ফেসবুকে নিজের ছেলের ছবি দেখে চিনে নেয় মা। হ্যাঁ এটাই মা, সন্তানের কাছে চলে আসে সে,কিন্তু সন্তান সেটা মেনে নিতে পারেনি।কেননা, সন্তান জানত যে তার মা তাকে এবং তার বাবাকে ছেড়ে চলে গেছে অন্য জায়গায়। এতকরে বলা সত্বেও সন্তান কখনো বিশ্বাস করেনি মাকে। সব সময় মাকে কষ্ট দিয়ে গেছে।এমনকি মাকে তার বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। হঠাৎ একদিন সন্তানের কাছে ফোন আসে যে, তার মা খুবই অসুস্থ হয়তোবা আর বেশিদিন বাঁচবে না । সন্তান তখনো নিজের মধ্যে পুষে রাখা অভিমান ধরে রেখেছে পরবর্তীতে সে, সময়ের শাসন মেনে মায়ের সাথে দেখা করতে যায়। অবশেষে নিল আকাশটা অন্ধকারছন্ন করে মা চলে গেল সকলকে ছেড়ে প্রকৃতির ডাকে সারা দিয়ে। সন্তান দেখল যে,তার মা আর এই পৃথিবীতে নেই।পরবর্তীতে সন্তান জানতে পারে যে তার মা তাকে ইচ্ছা করে ছেড়ে দেয়নি। বরং তার বাবা কখনো তাকে ছেলের কাছে আসতে দেয়নি। আজ সন্তান হাজার চাইলেও নিজের মাকে কখনো নিজের কাছে ফিরে পাবে না। সে অবগত হলো, মৃত্যুর আগ মুহূর্তে তার মা বারংবার নিজের সন্তানের মুখে দুই যুগ পর মা ডাকটা শোনার জন্য আর্তনাদ করছিল। কিন্তু হতভাগা সন্তান তার মায়ের কাছে আসল না। এক দুঃখীনি মা চব্বিশ বছর পর নিজের সন্তানের মুখ থেকে একবার মা ডাক শুনতে চাইল। তবুই সন্তান অভিমানে ডাকল না। আজ সন্তানের কাছে সব আছে কিন্তু সেই মা আর তার কাছে নেই। সে ইচ্ছা করলেও কোনদিন তার মাকে ডাকতে পারবে না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৩৮ জন


এ জাতীয় গল্প

→ এ মায়ের কি কষ্ট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now