বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মিথ্যা মিথ্যা চারিদিকে মিথ্যা
নেই আর সত্য অবশেষ,
দিকে দিকে চলছে খুনের অভিযান, বর্বরতার রথ
সততা গেছে ধুয়ে মুছে।
কাকে করবে বিশ্বাস?
যাকে পাবে কাছে বিপদকালে
সেই করবে সুযোগের ব্যবহার,
যুগের নিয়ম তাই বলে।
দিনরাত ধরে মিথ্যা শুনে শুনে
যেন গুলিয়ে যায় নিজের বিবেক জ্ঞান বিদ্যা,
একশোটা সত্য বলার চেষ্টা করলেও
বেরিয়ে যাবে কথার ফাঁকে একটা মিথ্যা কথা,
সময়ের ফল মানতেই হবে।
অরাজকতা আর হিংসায় ভরে গেছে দেশ।
প্রকাশ্যে মুখে নেয় আল্লা হরির নাম,
পিছনে ধর্ষণের ফন্দি আঁটে।
দিন শুরু হয় করে গুন্ডাবাজি মারপিট
দিনের শেষে পেট ভরে মদ গিলে,
বৌ ছেলে-মেয়েকে ঘর থেকে দূর করে।
কোথায় আর সেই সত্যের ঠিকানা
যার বুকে শুধুই কোমলতার ছোঁয়া?
কোথায় গেল নির্ভীক বুকে হেঁটে চলা
'সত্যের জয়' কোরাস ধরা?
আর নেই ওসব কিছু।
বর্তমানে মিথ্যাকে যত ভালোবাসবে তত হবে রাজা
তোমার হুকুম মানবে গোটা বিশ্ব,
ধন দৌলতে ঘর ভরাবে, থাকবে মহা সুখে।
প্রতিবাদ করতে গেলে জেলখানা হয় আসল স্থান,
আইনের অন্ধ চোখও বাঁচাতে পারেনা সত্যকে-
তার অস্তিত্বই যে বিরল।
দেশের পতাকা উড়তে লজ্জা পায় মিথ্যার মাটি ছুঁয়ে।
এবার আকাশে উড়বে মিথ্যার বিমান
চাঁদের শুভ্রতাকে রক্তে ভেজাবে,
মায়াভরা জোছনায় ভাসবে মিথ্যার বার্তা
শুনবে আকাশ স্বর্গ পাতাল সবে।
৯জুন,২০২৩,বিকাল ৩:৩০, বারুইপুর
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now