বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চারাগাছ এবং গল্পেরঝুড়ি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X আমার গল্পেরঝুড়ির সাথে কিছু স্মৃতি থাকলেও লেখা হয়না। চোখের সামনে দৃশ্যপট কল্পনা করে এনে সেখান থেকে হরফে লিখে ফেলা দুরহ ব্যপার। যারা পারেন তাদের কে হিংসা করতে হয়। আমার কাছে সেই স্মৃতিচারণ সবচেয়ে ভালো সেখানে ঠোঁটের কোণে হাসির সাথে চোখ দুটো ছলছল করবে। বুকে এটা মোচড় দিবে। ইসস আমি যদি লিখতে পারতাম- ভাবতে ভাবতে ৬ বছর চলে গেলো চারাগাছের। এখনো বড় হলো না। ওদিকে বড় হওয়া গাছ গুলো কেটে ফেলা হচ্ছে সৌন্দর্যের তাগিদে। অনেকদিন বাদে গল্পেরঝুড়ি ওয়েবসাইটে গিয়েছিলাম আজ। জীবনের বেশ কিছু বছর এইখানে গল্প পড়ে আর আড্ডা দিয়ে কাটিয়েছি। ওয়েবসাইটে লগইন দিয়ে আজকেও কেমন যেনো থমকে গেলাম। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। এই ফাঁকা চোখে আমি সৌন্দর্য খুঁজে বেড়াই আর মনও তেমন তুষ্ট হয় না। এখন আর আগের মতো বেশি গল্প লিখে টপে থাকার প্রতিযোগিতা নেই। গল্পের মন্তব্যে আর তেমন জমপেশ আড্ডা নেই। গল্পেরঝুড়ি নিয়ে স্মৃতিচারণ করতে গেলে কিন্তু বুকে চিনচিন ব্যাথা হয়। অজান্তেই মন খারাপ হয়ে যায়। অবশ্য এটা নির্ভর করে কি নিয়ে ভাবা হচ্ছে তার ওপর। হারানো প্রিয় জিজেসদের স্মৃতিগুলো তাদের অবর্তমানে যেমন ভাবতে ভালো লাগে, আবার কষ্টও লাগে। একটা শুন্যতা। চারাগাছ চেষ্টা করলে নিজেরটা লিখতে পারবে, চারাগাছ বলেছেন, আমি গল্পেরঝুড়ি ওয়েবসাইটে আসি বেড়াতে, খুঁজতে! কি খোঁজে চারাগাছ? স্মৃতি? চারাগাছ উত্তর দিয়েছেন, স্মৃতি, ভালো গল্প, আড্ডার হারানো সময়, হারিয়ে যাওয়া জিজেসগণ..... হারিয়ে যাওয়া সময়, হারিয়ে যাওয়া মুখ কখনও কি ফিরে পেয়েছে? হারিয়ে যাওয়া সময় কি সত্যিই কখনও ফিরে আসে? চারাগাছ তার সকল শুভাকাঙ্ক্ষী এবং সকল জিজেসদের প্রতি অবিরাম ভালোবাসা এবং দোআ করেছেন, চারাগাছ এটাও আশা রাখে তাকে যারা চিনে এবং যারা না চিনেও লেখাটি পড়েছেন সকলে যেন মন থেকে তার জন্য দোআ করে। ভালোবাসা অবিরাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now