বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লোভী রাজা মিডাসের অনেক ধন-দৌলত ছিল। কিন্তু যা ছিল তার থেকেও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। তার ধনাগারে অনেক সোনা জমিয়ে রেখেছিল। এবং প্রত্যেকদিন বসে সঞ্চিত সোনার হিসেব করত। একদিন ধনাগারে বসে হিসাব করছিল, তখন হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি আবির্ভূত হয়ে বললেন, "তিনি একটি বর দিতে চান।" রাজা খুশি হয়ে বললেন, "তাহলে এই বর দিন, আমি যা স্পর্শ করব তা সোনা হয়ে যাবে।" আগন্তক জিজ্ঞাসা করলেন, "তুমি সত্যই এই বর চাও?" রাজা বললেন, "হ্যাঁ।" তখন আগন্তক বললেন, "কাল সকালে সূর্যের আলোতে তুমি স্পর্শের দ্বারা সোনা করার ক্ষমতা লাভ করবে।
রাজা ভাবলেন, তিনি স্বপ্ন দেখছেন। এ সত্য হতে পারে না। কিন্তু পরদিনই যখন তিনি শয্যা, বস্ত্র এবং আরো অন্যান্য জিনিস স্পর্শ করলেন, তখনি তা সোনা হয়ে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখলেন, তার মেয়ে বাগানে খেলা করেছে। ভাবলেন মেয়েকে তার ক্ষমতা দেখিয়ে আশ্চর্য করে দেবেন। কিন্তু বাগানে যাওয়ার আগে তিনি একটি বই পড়া শুরু করলেন, কিন্তু স্পর্শ করা মাত্র বইটি সোনা হয়ে গেল। তিনি বইটি পড়তে পারলেন না। তারপর তিনি প্রাতরাশের জন্য বসলেন, কিন্তু যখনই জল বা জলের পাত্র স্পর্শ করলেন তখনই তা সোনা হয়ে গেল।
ক্ষুধার্ত রাজা মনে মনে ভাবলেন, আমি তো আর সোনা খেতে বা পান করতে পারি না। ঠিক সেই সময়ে তার মেয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল এবং সঙ্গে সঙ্গে বালিকাটি একটি সোনার মূর্তিতে পরিণত হলো। তারপর রাজার মুখে আর কোন হাসি রইল না। রাজা মাথা নিচু করে কাঁদতে শুরু করলেন।
সেই অপরিচিত ব্যক্তি পুনরায় আবির্ভূত হয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন, "স্পর্শে সোনা হয়ে যাওয়ার ক্ষমতায় রাজা খুশি হয়েছেন কিনা?" রাজা বললেন যে, "পৃথিবীতে তার থেকে দুঃখী লোক আর কেউ নেই।" আগন্তক জিজ্ঞাসা করলেন, "এখন আপনি কি চান? আপনার খাদ্য, প্রিয় কন্যা অথবা সোনার থাল ও কন্যার স্বর্ণমূর্তি?"
রাজা আকুল হয়ে-কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন, তিনি বললেন, "আমি আমার সব সোনা বিলিয়ে দেব কারণ মেয়েকে হারালে আমার জীবনের কোন অর্থ বাকি থাকবে না।"
আগন্তুক রাজাকে বললেন, "আগের থেকে তুমি জ্ঞানবান হয়েছ।" এই বলে তিনি সেই যাদুশক্তি প্রত্যাহার করে নিলেন। রাজা তার মেয়েকে ফিরে পেলেন এবং এমন একটি শিক্ষা পেলেন যা জীবনে কোনও দিনও ভুলবেন না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now