বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-১ লাইট ইয়ার মানে কী জানিস?
-হুম! আলো এক বছরে যতটা পথ যেতে পারে সেটাই ১ লাইট ইয়ার। মহাকাশে দূরবর্তী গ্রহ-নক্ষত্রের দূরত্ব পরিমাপে এই এককটি ব্যবহৃত হয়।
-ঠিক! কিন্তু এটা আসলে কত বিশাল একটি একক সেটা সম্পর্কে ধারণা আছে তোর?
-জ্বি আছে। কিন্তু মতি ভাই, শ্যুটিং ছেড়ে আপনি হঠাৎ গ্রহ-নক্ষত্র নিয়ে কথা বলছেন কেন? এবারই প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে অংশ নিচ্ছি, আমি যে কতটা নার্ভাস তা কি আপনার অজানা?
মতি ভাই স্বাভাবিকভাবেই কথাগুলো বলছিলেন। এবারে একটু সিরিয়াস হলেন। কঠিন চোখ-মুখে গাম্ভীর্য। জায়েদের হঠাৎ করে কেমন একটু অস্বস্তিবোধ হতে লাগলো।
মতিউর ভাইয়ের তত্ত্বাবধানে আছে ছ’মাস হলো। লোকটা ভালো, হাসিখুশি আমুদে। ট্রেনিং-এর জটিল কথাগুলোও খুব সহজ ভঙ্গিতে বলতে পারে। এটা জায়েদের বেশ ভালো লাগে। আর লোকটা মানুষকে আপনও করে নিতে পারে খুব সহজে।
এই যে জায়েদ, সতের বছরের তরুণ, তার সাথে মাঝবয়সী লোকটার কত সুসম্পর্ক। অফিস ডেকোরামের বাইরে ওকে স্যার ডাকতে পর্যন্ত দেয় না। কিন্তু আজ হঠাৎ কী হলো ওনার? চিন্তামগ্ন হয়ে পড়েছিল জায়েদ, ভাবনার গভীর থেকে উঠে এলো মতি ভাইয়ের ডাকে।
-জায়েদ, জীবনে মাঝেমধ্যে এমন কিছু সিচুয়েশন আসে যখন সবচেয়ে মূখ্য কাজটাও গৌণ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হওয়া কাজটাও গুরুত্ব হারায়। যাক গে, বললি না তো ১ লাইট ইয়ার মানে কতটা পথ!
-আলো ১ সেকেন্ডে যায় ৩ লক্ষ কিলোমিটার। ১ দিনে ৬০ গুণন…
-মনে মনে করতে হবে না, ক্যালকুলেটর ব্যবহার করে বল।
-ঠিক আছে…. হুম, এই তো… ১ লাইট ইয়ার মানে প্রায় সাড়ে নয় ট্রিলিয়ন কিলোমিটার!
-ওকে! এখন ধর ১৩ লাইট ইয়ার দূর থেকে কিছু একটা তোর দিকে ছুটে আসছে সেকেন্ডে ৯৯৭ কোটি কিমি বেগে; তোর পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে?
-প্রায় তিন ঘন্টা! কিন্তু মতি ভাই এই কঠিন কঠিন গণিতের সাথে আমার শ্যূটিং ট্রেইন-আপের কী সম্পর্ক?
-জায়েদ, তোর সাথে যখন সেশন শুরু করি তখন তোর হাতে ওই তিন ঘন্টাই ছিল! এখন আছে অল্প কয়েক মিনিট মাত্র।
-ভাই, এসব কী বলছেন? আপনি ঠিক আছেন তো? অল ওকে?
-জায়েদ, পাশের জেডএইচ৪৭০ গ্যালাক্সির এম৪১৭এন২এক্স গ্রহে মতিউর নামে একজন শ্যুটার তার গ্যাংস্টার লিডারকে গুলি করেছে। লিডারের নাম জায়েদ সিদ্দিকী! জায়েদ তোর হাতে আর মাত্র পৌনে চার মিনিট আছে!
-ভাই, কী সব আজগুবি কথা বলেন! একটা এয়ারগান থেকে যে গতিতে একটি গুলি বের হয় তাতে এক কিলো যেতেই তো লাগবে ৩/৪ সেকেন্ড!
-শ্যুটার মতি থ্রি-নট-থ্রি দিয়ে গুলি ছোড়ে নি, ছুড়েছে শক্তিশালী জেটগান থেকে!
-সেটাও যদি সঠিক ধরি তারপরও অনেকগুলো ‘কিন্তু’ আছে!
-যেমন…
-বায়ুমণ্ডলে বাতাসের বাধা গুলিটাকে বেশিদূর যেতে দেবে না। আর মাধ্যাকর্ষণশক্তির প্রভাবে গুলিটা মহাকাশে ঝুলে থাকবে, বেশিদূর এগোবে না! আর এগুলেও তো আর আমি এই জায়গায় থাকছি না! পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টায় ১৬৭০ কিলোমিটার। মানে আধ ঘন্টা পর আমি আছি আগের চেয়ে ৮৩৫ কিলোমিটার দূরে। আমাকে আধ ঘন্টা আগের জায়গায় পেতে গেলে আহ্নিক গতিকে থামতে হবে!
-জায়েদ, গত আধ ঘন্টায় বাতাসের কোনো প্রবাহ অনুভব করেছিস? কোনো পাতাকে নড়তে দেখেছিস? পুলের পানিতে কোনো তরঙ্গ খেয়াল করেছিস?
-না, খেয়াল করি নি! কিন্তু…
-(হাত দিয়ে আকাশের দিকে ইশারা করে) দেখ, আধ ঘন্টা আগেও আকাশে লালিমা ছিল, এখনো আছে। অথচ এতক্ষণে বাইরে অন্ধকার নেমে আসার কথা!
জায়েদ হতবিহ্বল হয়ে মতি ভাইয়ের দিকে তাকিয়ে আছে।
-মাধ্যাকর্ষণ শক্তির কথা বলবি তো? দেখ, এটাও এখন কাজ করছে না!
মতি ভাই কফির মগটা হাত থেকে ছেড়ে দিলেন। এতক্ষণে মেঝেতে পড়ে মগটা ভেঙে চৌচির হয়ে যেত। কফি ছড়িয়ে মাখামাখি হয়ে যেত চারপাশ। কিন্তু এসবের কিছুই হচ্ছে না! মগটা শূন্যে ঝুলে আছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now